ছেলেরাও তাহলে কী নিরাপদ নয়? এবার ধর্ষণের শিকার হল ছ'বছরের এক নাবালক ছেলে। গত ১৫ এপ্রিল ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের (Mumbai) ওয়াডালা থানা এলাকায়। জানা যাচ্ছে, ওয়াডালা স্টেশন থেকে কিছুটা দূরে সহকর্মীর ছেলেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে ২২ বছরের এক অভিযুক্ত। পরে খুন করার ভয় দেখিয়ে তাঁকে বাড়িতে পাঠিয়ে দিলেও পরিবারের কাছে সবটা জানায় সে। তারপরেই থানায় অভিযোগ জানালে বুধবার অভিযুক্ত গুলফারাজ জিয়াউল আলমকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে, নির্যাতিত বাচ্চাটিকেও হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
নাবালককে অপহরণ করে ধর্ষণ
জানা যাচ্ছে, গতকাল দুপুর দেড়টা নাগাদ সহকর্মীর ছেলেকে অপহরণ করে গুলফারাজ। তারপরেই স্টেশন লাগোয়া একটি ঝোপে নিয়ে গিয়ে কিশোরকে ধর্ষণ করে সে। এরপর ৩টে ১৫ নাগাদ বাড়ি ফিরে আসে নির্যাতিত। প্রথমে বাড়ির কাউকে কিছু না জানালেও পরিবারের সন্দেহ হওয়ায় তাঁকে চেপে ধরে। তারপরেই পরিবারের কাছে সবকিছুু জানায়। এরপর ১১টা ৪৬ নাগাদ ওয়াডালা থানায় অভিযোগ জানায় নির্যাতিতের পরিবার।
গ্রেফতার অভিযুক্ত
পুলিশসূত্রে খবর, নাবালককে ভুল বুঝিয়ে ঝোপে নিয়ে গিয়েছিল গুলফারাজ। তারপর নাবালকের মুখে ও পায়ুদ্বারে ব্যাথা লাগলে সে চিৎকার করে ওঠে। তখন যুবক কিশোরকে চড় মারে এবং বাড়ি ছেড়ে দেওয়ার সময় প্রাণনাশের হুমকিও দেয়। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।