Gaza, Representational Image (Photo Credit: File Photo)

দিল্লি, ১৬ এপ্রিল: এবার ইজরায়েলি (Israel) জনবসতি এলাকায় বোমা ফেলল  আইডিএফ। গাজা (Gaza) সীমান্তে যে ইজরায়েলি সম্প্রদায়ের মানুষ বসবাস করেন, তাদের উপর পড়ে আইডএফের বোমা। এমনই জানাল ইজরায়েলি বাহিনী। সেই সঙ্গে  ইজরায়েলি সম্প্রদায়ের মানুষের উপর যে বোমা পড়েছে, তা প্রযুক্তিগত ত্রুটি। আইডিএফের (IDF) যুদ্ধ বিমানে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়। যার জেরেই ওই বোমা সীমান্তে পড়ে বলে মন্তব্য করা হয় ইজরায়েলের তরফে।

দক্ষিণ গাজার যে সীমান্ত ইজরায়েলের সঙ্গে সংযুক্ত, সেখানেই বোমা ফেলে আইডিএফ। যার জেরে বেশ কিছু মানুষের মৃত্যু হয়। গাজা সীমান্তে বোমা ফেলতে গিয়ে ভুল করে তা ইজরায়েলি মানুষের উপর পড়ে। যা একেবারেই অনিচ্ছাকৃত বলে দুঃখপ্রকাশ করা হয় এইডিএফের তরফে।

আরও পড়ুন: Israel Hits Gaza's Residential Building: গাজার জনবসতিপূর্ণ বহুতল গুঁড়িয়ে দিল ইজরায়েল, নিহত বহু, কান্না, শিশুর কান্না আর্তনাদে ভারী হয়ে উঠল হাওয়া

দক্ষিণ গাজায় (South Gaza) যে নীর ইতজ্যাক বলে সম্প্রদায় রয়েছে, তাঁদের উপরই বোমা পড়েছে। গাজার ওই নীর ইতজ্যাক সম্প্রদায়ের মধ্যে ৫৫০ জন রয়েছেন।  ওই সম্প্রদায়ের উপর বোমা পড়ার পর কতজনের মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।

গাজায় সম্প্রতি যান ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। ইজরায়েলি প্রধানমন্ত্রী গাজায় হাজির হওয়ার কয়েক ঘণ্টার মাথাতেই ফের ওই এলাকায় হামলা চালানো হয়। গাজার যে অঞ্চলে বোমা পড়েছে, তার পাশেই অর্থাৎ সীমান্তের অপর দিকে বেশ কিছু ইজরায়েলি মানুষের ঘর, বাড়ি ছিল। ফলে বোমার আঘাতে কতজন ইজরায়েলির মৃত্যু হয়েছে, সে বিষয়ে স্পষ্ট পরিসংখ্যান মেলেনি এখনও।