গর্ভবতী মহিলাকে স্বাস্থ্যপরীক্ষার নামে অভদ্রভাবে ছুঁয়েছিল এক চিকিৎসক। সেই অভিযোগ নিয়ে অভিযুক্ত চিকিৎসককে হাসপাতালে ঢুকে হেনস্থা করেন নির্যাতিতার স্বামী ও তাঁর বন্ধু। এর প্রতিবাদে চিকিৎসা পরিষেবা বন্ধ করে দেয় সরকারি হাসপাতালে চিকিৎসকরা। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের (Karnataka) বিজয়াপুরাতে। রবিবার আচমকা চিকিৎসা পরিষেবা বন্ধ হওয়ায় ভোগান্তির শিকার হন রোগীরা। পরে পুলিশে অভিযোগ জানানো হলে শুরু হয় তদন্ত। কয়েকঘন্টা পর অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
রেডিয়োলজি বিভাগে ঘটনাটি ঘটেছে
জানা যাচ্ছে, গত ৯ এপ্রিল বিজয়াপুরা জেলা হাসপাতালে রেডিয়োলজি বিভাগে এক প্রসূতি স্ক্যান করতে আসেন। আর যিনি সেই সময় স্ক্যানিং করছিলেন, তিনি তাঁর শরীরে অশ্লীলভাবে হাত দেন। এই নিয়ে মহিলার তাঁর স্বামীর কাছে অভিযোগ জানালে গতকাল সে ও তাঁর বন্ধু এসে হাসপাতালে তাণ্ডব করে বলে অভিযোগ। এদিকে এই ঘটনার প্রতিবাদে রবিবার সকাল থেকেই কর্মবিরতি যায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ
ঘটনা নিয়ে হাসপাতালে এক চিকিৎসক বলেন, "রেডিয়োলজি বিভাগের ওই চিকিৎসককে মারধর করেছিল মহিলার স্বামী। আসলে চিকিৎসা পদ্ধতি মেনেই উনি গায়ে হাত দিয়েছিলেন। অতীতে কোনও রোগীই তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ তোলেননি"। যদিও পরবর্তীকালে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।