দিল্লি, ১ জানুয়ারি: চিকিৎসকের (Doctor) হাতে ধর্ষিত (Rape) হলেন এক মহিলা। চিকিৎসকের চেম্বারে এক মহিলা হাজির হলে, তাঁকে প্রথমে ধর্ষণ করা হয়। যৌন হেনস্থার পর ওই মহিলাকে জোর করে মদ্যপান করানো হয়। মত্ত অবস্থায় এরপর ওই মহিলাকে দিয়ে পর্ন ক্লিপিংস রেকর্ড করানো হয়। লস এঞ্জেলসের (Los Angeles) এমনই একটি ঘটনার জেরে ছড়ায় চাঞ্চল্য। এমনই ঘৃণ্য অপরাধ করে ফেলে এক চিকিৎসক।
রিপোর্টে প্রকাশ, চিকিৎসক বাবাক হজহোসসেনি নিজের চেম্বারে আসা এক মহিলাকে ধরে প্রথমে তার যৌন হেনস্থা চালায়। এরপর জোর করে তাঁকে মদ্যপান করিয়ে একাধিক ভিডিয়ো রেকর্ড করানো হয়। শুধু তাই নয়, ওই মত্ত মহিলাকে দিয়ে একাধিক অশ্লীল কাজ করানো হয় বলে খবর। লস এঞ্জেলসের ওই চিকিৎসকের কুকীর্তির খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, কীভাবে ওই মহিলার উপর অত্যাচার চলানো হয়েছে, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ রেকর্ড করে ওই চিকিৎসক।
গত ২৬ নভেম্বর ওই চিকিৎসককে পুলিশ গ্রেফতার করে। সেই সঙ্গে ওই চিকিৎসক যে ব্যবহার এবং কুকর্ম তাঁর রোগীনির সঙ্গে করেছেন, এমন ঘটনা আরও রয়েছে কি না, সে বিষয়ে পুলিশ জোরদার খোঁজ শুরু করেছে।