কলকাতা, ২২ এপ্রিল: মোবাই ফোনের (mobile phones ban) মাধ্যমে ছড়াতে পারে কোভিড-১৯ ভাইরাস, তা। তাই করোনার চিকিৎসা চলছে এমন হাসপাতালে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ হল। মঙ্গলবার রাতে নবান্ন থেকে জারি হয়েছে এই নির্দেশিকা। ইতিমধ্যেই নির্দেশিকা পৌঁছেছে জেলার জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং করোনা হাসপাতালের সুপারদের কাছে। মোবাইল না থাকাতে যাতে সমস্যা না হয় সেজন্য অবিলম্বে সব করোনা হাসপাতালে বেসিক ফোন এবং ইন্টারকমের ব্যবস্থা করা হবে বলে সরকারের তরফে আশ্বস্ত করা হয়েছে। কর্মীদের মধ্যে সমন্বয় বজায় রাখা এবং কাজে যাতে সমস্যা তৈরি না হয়, সে কারণেই এই ব্যবস্থা। প্রয়োজনে রোগীরাও বাইরে থেকে আসা ফোন ধরতে পারেন।
নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে, চিকিত্সক, স্বাস্থ্যকর্মী, রোগী, সকলের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে। কেউ মোবাইল নিয়ে হাসপাতালের মধ্যে ঢুকতে পারবেন না। ঢোকার আগে মোবাইল জমা রাখতে হবে নির্দিষ্ট জায়গায়। সেখান থেকে একটি রশিদ দেওয়া হবে। হাসপাতাল থেকে বেরনোর সময় ওই রশিদ দেখিয়ে মোবাইলটি ফেরত নিতে হবে। আরও পড়ুন- COVID-19 Testing Rate Drop: চিনের পাঠানো ব়্যাপিড টেস্ট কিটে ত্রুটি, এক লাফে ৮ হাজার কমল করোনা পরীক্ষা
What’s very concerning is, inspite of this VDO being super-viral on all platforms, TILL NOW the WB Govt of @MamataOfficial Didi, did not come up with any claim that this is a fake VDO or that the hospital is not Bangur!!That takes us Very Close to believing it is indeed authentic https://t.co/Ec92ByNdgg
— Babul Supriyo (@SuPriyoBabul) April 21, 2020
Honble @MamataOfficial banning mobiles in hospitals ‘Kind of’ proves that the Bangur Hospital video was not fake -Thank you. Now here is another detail which I bring forward as People’s representative•I request WB to come up with a clear Yes or No abt this info•Is this true? pic.twitter.com/Tlgtj58MAw
— Babul Supriyo (@SuPriyoBabul) April 22, 2020
এদিকে এই নির্দেশিকা নিয়েও অবশ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা। মঙ্গলবার টুইটারে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় একটি টুইট শেয়ার করেছিলেন। তাতে দেখা যায় এক সরকারি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে থাকা রোগী মোবাইলে সেখান ভিডিও তুলছেন। বাবুলের বক্তব্য, ভাইরাল হয়ে যাওয়া ওই ভিডিও সাজানো বলে জানায়নি রাজ্য সরকার। তাই ধরে নেওয়া যায় সেটি ঠিক।