প্রতীকী ছবি (Photo Credit: X)

নয়াদিল্লিঃ বিয়ের(Marriage) প্রতিশ্রুতি দিয়ে সহবাস। কেরল (Kerala) থেকে গ্রেফতার ইউটিউবার। অভিযুক্ত ইউটিউবারের নাম হাফিজ সজীব(YouTuber Hafiz Sajeev)। ইউটিউবে 'থ্রিকান্নান' নামে পরিচিত তিনি। অভিযোগ, কাজের সূত্রে এক তরুণীর সঙ্গে পরিচয় হয় সজীবের। এরপর রিলস বানানোর জন্য ওই তরুণীকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন সজীব। এরপরই ঘনিষ্ঠ হতে শুরু করেন তাঁরা। সজীবের সঙ্গে শারীরিক সম্পর্ক হয় ওই তরুণীর। অভিযোগকারিণী জানান, বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন ওই ইউটিউবার। কিন্তু ধীরে ধীরে বদলে যেতে শুরু করেন সজীব। এমনকী বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন শেষে। এরপরই পুলিশের দ্বারস্থ হন ওই তরুণী।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেফতার ইউটিউবার

সজীবের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই কেরল থেকে আটক করা হয় ইউটিউবার হাফিজ সজীবকে। পুলিশি জেরায়, সজীব গোটা ঘটনার কথা স্বীকার করেছেন বলেই সূত্রের কবর। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৯ এবং ৭৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, গ্রেফতার ইউটিউবার