Virus (Photo Credit: Wikimedia Commons)

দিল্লি, ১২ মার্চ: কোভিডের পর এবার কি ম্যানিনজাইটিসের (Meningitis) হামলা শুরু হল কেরলে (Kerala)? রিপোর্টে প্রকাশ, কেরলে ৫ জনের শরীরে ম্যানিনজাইটিসের লক্ষণ দেখা দিয়েছে। যে ম্যানিনজাইটিসের কবলে পড়ে নাইজেরিয়ায় ৩০ জনের প্রাণ গিয়েছে বলে খবর। নাইজেরিয়ার (Nigeria) কেব্বি প্রদেশে কমপক্ষে ২০০ জন ম্যানিনজাইটিসে আক্রান্ত বলে জানা যাচ্ছে। ফলে নাইজেরিয়ায় যখন ম্যানিনজাইটিসের প্রকোপ বাড়ছে, সেই সময় হঠাৎ করে ভারতের দক্ষিণের রাজ্য কেরলেও কীভাবে ওই রোগের প্রাদুর্ভাব দেখা দিল, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কেরলের পরিস্থিতির উপর কড়া নজর রাখা হয়েছে বলে খবর।

নাইজেরিয়ার পরিস্থিতি কেমন

নাইজেরিয়ায় যে ২০০ জন আক্রান্ত, তাঁদের মধ্যে গত ২ মাসে ২৬ জনের মৃত্যু প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলতে শুরু করেছে। চলতি বছরের জানুয়ারি থেকে নাইজেরিয়ার কেব্বি প্রদেশে ম্যানিনজাইটিসের প্রকোপ বাড়ে। যার জেরে গত ২ মাসে পরপর ২৬ জন মৃত্যুর কোলে ঢলে পড়ে।

ম্যানিনজাইটিসের প্রকোপ কেরলেও

কেরলের সেন্ট পলস ইন্টারন্যাশানাল স্কুলের বেশ কয়েকজন পড়ুয়া ম্যানিনজাইটিসে আক্রান্ত হয় বলে জানা যায়। ওই স্কুলের যেকজন পড়ুয়া ম্যানিনজাইটিসে আক্রান্ত, তারা প্রত্যেকে প্রথম এবং দ্বিতীয় শ্রেণির। জ্বর, মাথা যন্ত্রণা, বমি এবং শরীরে অস্বাভাবিক কষ্ট-ই এই রোগের প্রধান লক্ষণ। যে ৫ পড়ুয়া কেরলে ম্যানিনজাইটিসে আক্রান্ত হয়েছে, তাদের মধ্যে ২ জন ভর্তি আইসিইউতে। তবে দুজনের অবস্থা আগে খারাপ হলেও, বর্তমানে স্থিতিশীল ফলে জানা যাচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষের কথায়, জ্বর, মাথা যন্ত্রণা এবং ঘাড় যদি কারও শক্ত হয়ে যায়। ঘাড়, কাধ নাড়াতে না পারেন, তাহলে ম্যানিনজাইটিসের লক্ষণ হতে পারে। ফলে শিগগিরই ওইসব লক্ষণ নিয়ে জ্বরে আক্রান্তরা হাসপাতালে যান বলে স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয় কেরলে।

গরমের দিনেই বেশি করে ম্যানিনজাইটিসের প্রকোপ দেখা যায়। যার জেরে মস্তিষ্ক থেকে শুরু করে শিড়দাঁড়া সবকিছুই আক্রান্ত হতে পারে বলে সতর্কতায় জানান চিকিৎসকরা।

কী কী লক্ষণ দেখা দিতে পারে ম্যানিনজাইটিস হলে

প্রচণ্ড জ্বর, ঘাড় ঘোরাতে না পারা, বমি, বমি বমি ভাব, আলোয় কষ্ট, নির্ঘুম রাত কাটানো, খিদে কমে যাওয়া, শরীরে র্যাশ বেরনো, মনসংযোগ করতে না পারা। এই সমস্ত লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে যাতে চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়, সে বিষয়ে কেরলের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে।