২০২৫ সালের ১২ মার্চ পালন করা হচ্ছে ৯৫তম ডান্ডি মার্চ। লবণ সত্যাগ্রহ নামেও পরিচিত ডান্ডি অভিযান। ১৯৩০ সালের ১২ মার্চ মহাত্মা গান্ধী কর্তৃক শুরু হয়েছিল ডান্ডি পদযাত্রা। ডান্ডি মার্চ অর্থাৎ লবণ সত্যাগ্রহ ছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে ঔপনিবেশিক ভারতে অহিংস আইন অমান্যের একটি আন্দোলন। এই পদযাত্রাটি আহমেদাবাদের সবরমতী আশ্রম থেকে শুরু হয়েছিল এবং গুজরাটের ডান্ডি গ্রাম পর্যন্ত গিয়ে শেষ হয়।

১৯৩০ সালের ১২ মার্চ থেকে ১৯৩০ সালের ৬ এপ্রিল পর্যন্ত স্থায়ী ডান্ডি মার্চ ছিল ব্রিটিশ লবণের একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে কর প্রতিরোধ এবং অহিংস প্রতিবাদের একটি প্রত্যক্ষ কর্ম অভিযান। ডান্ডি পদযাত্রার উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকার কর্তৃক আরোপিত লবণ করের বিরুদ্ধে প্রতিবাদ করা, যা ভারতের কৃষকদের উপর এক অত্যাচার ছিল। লবণ সত্যাগ্রহের মাধ্যমে শুরু হওয়া দেশব্যাপী আইন অমান্য আন্দোলন ছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের পূর্ণ স্বাধীনতার অঙ্গীকার পূরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।