Pakistan Train Hijack (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ১২ মার্চ: পেশোয়ার থেকে কোয়াট্টা যাওয়ার পথে পাকিস্তানি ট্রেনকে পাকড়াও করে বালোচ লিবারেশন আর্মি (Pakistan Train Hijack) নামে একটি বিদ্রোহী গ্রুপ। ৬ পাক জওয়ানকে হত্যা করে ১০০ জনকে ট্রেন থেকে অপহরণ করা হয়েছে বলে প্রথমে খবর মেলে। পরে জানা যায়, অপহৃত জাফ্ফর এক্সপ্রেস থেকে ৪৫০ জনকে অপহরণ করেছে বালোচ লিবারেশন আর্মি (BLA)। যার সুরাহা এখনও পর্যন্ত হয়নি। অর্থাৎ পেশোয়ার থেকে কোয়েট্টা যাওয়ার পথে যে ট্রেনটিকে অপহরণ করা হয়, সেখান থেকে সবে মাত্র ১৫৫ জনকে উদ্ধার করা হয়েছে। বাকিরা এখনও পর্যন্ত বালোচ (Balochistan) লিবারেশন আর্মির কবজায়। তবে বালোচ লিবারেশন আর্মির ২৭ জনকে হত্যা  করা হয়েছে বলে খবর। পাকিস্তানি সেনা এবং স্থানীয় পুলিশ একযোগে বিএলএ-র ২৭ জনকে হত্যা করে বলে খবর মেলে।

দেখুন সেই ভিডিয়ো যেখানে দাউ দাউ জ্বালিয়ে দেওয়া হয় রেললাইন...

 

আরও পড়ুন: Pakistan Train Hijack: পাকিস্তানে যাত্রীবোঝাই চলন্ত ট্রেন অপহরণ, ৪৫০ জনকে পণবন্দি বালোচ জঙ্গিদের

পকিস্তানের সঙ্গে থাকবে না। বালোচিস্তানের এমন দাবি দীর্ঘদিনের। সেই দাবির আগুনে ঘৃতাহুতি দেয় বালোচ লিবারেশন আর্মি। ফলে এবার গোটা একটি ট্রেন হাইজ্যাক করা হয় বিদ্রোহীদের তরফে। বালোচিস্তান প্রদেশ তাদের পৃথকভাবে চাই। যার সঙ্গে পাকিস্তানের কোনও সম্পর্ক থাকবে না বলে জানানো হয় দাবি। ফলে ২১৪ জন পণবন্দি এখনও তাদের কবজায় রয়েছে বলে বালোচ লিবারেশন আর্মির তরফে জানানো হয়।

অপহরণের পর মহিলা এবং শিশুদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যায় বালোচ লিবারেশন আর্মি...

 

জাফ্ফর এক্সপ্রেস নামে যে ট্রেনটিকে বিএলএ অপহরণ করে, সবার প্রথমে রেললাইনে বিস্ফোরণ করা হয়। বিস্ফোরণের জেরে রেললাইন উড়ে গেলে বালোচ লিবারেশন আর্মি জাফ্ফর এক্সপ্রেসের ৯টি কামরা নিজেদের দখলে নেয়। গোটা ট্রেনটিকে বালোচিস্তনের একটি গ্রামের মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে অপহরণ করা হয় ৪৫০ জনকে। বিএলএ ওই সময় ৬ পাক সেনা কর্মীকেও হত্যা করে বলে জানা যায়।

বিদ্রোহীদের দাবিতে নাভিশ্বাস পাকিস্তানের,  অপহৃত ট্রেনের পণবন্দিদের কয়েকজন মুক্ত হলেও বাকিদের আটকে রেখেছে বিএলএ