
নয়াদিল্লিঃ মণিপুরে মর্মান্তিক দুর্ঘটনা। খাদে পড়ে গেল বিএসএফ-এর বাস। দুর্ঘটনায় মৃত্যু ৩ বিএসএফ জওয়ানের। আহত ৮ জওয়ান। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে সেনাপতি জেলার চাঙ্গোবুং গ্রামে। জানা গিয়েছে, বাসে চেপে চাঙ্গোবুং-এ গিয়েছিলেন সেনা জওয়ানরা। ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। উল্লেখ্য, । মণিপুরের বর্তমান অশান্ত পরিস্থিতির কারণে সেখানে বিএসএফ জওয়ান মোতায়েন করা হয়েছিল। দুর্ঘটনার সময় ওই বাসে উপস্থিত ছিলেন ১৫ জন জওয়ান। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই জওয়ানের। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে মৃত্যু হয় এক জওয়ানের। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা। পাশাপাশি এই দুর্ঘটনায় আহত জওয়ানদেত দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
মণিপুরে গভীর খাদে পড়ল বিএসএফ-এর বাস
মণিপুর রাজভবনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সেনাপতি জেলার চাঙ্গৌবুং গ্রামের মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মণিপুরের রাজ্যপাল, অজয় কুমার ভাল্লা।এই দুর্ঘটনায় তিন জন বিএসএফ সদস্য প্রাণ হারিয়েছেন। তিনি শোকাহত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। অন্যদিকে মৃত জওয়ানদের দেহ সেনাপতি জেলা হাসপাতালে রাখা হয়েছে বলে খবর।
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বিএসএফের বাস
3 BSF jawans killed several injured in an accident in Senapati district, Manipur.
Om Shanti 🙏
Meanwhile, Kuki militants targeted police vehicles and even an ambulance was not spared.
I don't know why @HMOIndia @AmitShah is silent
Honourable pm @narendramodi is it amrit kal..? pic.twitter.com/8ULizcKiC3
— 𝔗𝔥𝔞𝔨𝔲𝔯 𝔄𝔟𝔥𝔦𝔯𝔞𝔧 𝔖𝔦𝔫𝔤𝔥 ℜ𝔞𝔧𝔭𝔲𝔱 (@iRahulsingh_IND) March 11, 2025