পুড়ে যাওয়া মোটরসাইকেল (ছবিঃX)

নয়াদিল্লিঃ ড্রাগে(Drugs) আসক্ত। মা মাদক কেনার টাকা দিতে রাজি না হওয়ায় প্রতিবেশীদের গাড়িতে আগুন লাগাল যুবক। ঘটনাটি ঘটেছে পুনেতে(Pune)। অভিযুক্ত যুবকের নাম স্বপনীল শিবস্বরন পাওয়ার। আবাসনের নীচে পার্ক করা গাড়িতে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেন তিনি। এই ঘটনায় পুড়ে ছাই হয়ে গিয়েছে ১৩ টি বাইক। অভিযুক্ত যুবকের মা জানান, এদিন রাত ২ টো নাগাদ বাড়ি ফিরে মাদক কেনার টাকা চান স্বপনীল। টাকা দিতে রাজি না হওয়ায় ক্রমাগত হুমকি দিতে থাকেন তিনি। এরপরই আবাসনের নীচে নেমে পার্ক করা বাইকে আগুন ধরিয়ে দেন।

মাদক কেনার টাকা না পেয়ে চরম কাণ্ড ঘটালেন যুবক

এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ উদ্ধার হয়েছে। তাতে দেখা যাচ্ছে, পেট্রোল জাতীয় দাহ্য পদার্থ ঢেলে বাইকগুলিতে অগ্নি সংযোগ করছেন তিনি। দাউ-দাউ করে আগুন জ্বলছে। এরপরই পুলিশে খবর দেন প্রতিবেশীরা। ইতিমধ্যেই ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় নিজের ছেলেকেই দোষী বলে দাবি করেছেন তাঁর মা। তাঁকে জেল থেকে না ছাড়ার জন্য পুলিশকে অনুরোধ জানান অসহায় মা। পুলিশকে তিনি বলেন, "ওকে জেল থেকে ছাড়বেন না। ছাড়া পেলে ও আমাদের সবাইকে পুড়িয়ে মারবে। গোটা বিল্ডিংয়ে আগুন লাগিয়ে দেবে। ওর জন্য ঋণের দায়ে জর্জরিত আমরা। ও আমাদের জীবন দুর্বিষহ করে দিয়েছে।"

মাদকে আসক্ত, মা নেশার টাকা না দেওয়ায় ১৩ টি বাইকে অগ্নি সংযোগ যুবকের