
সরস্বতী পুজোর পর এবার দোল নিয়ে ফের উত্তপ্ত যোগেশচন্দ্র চৌধুরী ল' কলেজ (Jogesh Chandra Chaudhuri Law College)। বুধবার বহিরাগতরা ঢুকে কলেজ ছাত্র ছাত্রীদের গায়ে রং লাগাচ্ছে বলে অভিযোগ উঠছে। এদিন গর্ভনিং বোর্ডের বৈঠকে এসেছিলেন তৃণমূল কংগ্রেস । তাঁর সামনেই বিক্ষোভে বসে পড়েন ছাত্রছাত্রীরা। যদিও এদিন অবশ্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো বিশৃঙ্খল পরিস্থিতি হয়নি। মালা রায়ের কাছে নির্বিঘ্নে অভিযোগ জানান আন্দোলনকারীরা। তারপর নিরাপদেই কলেজ থেকে বের হন। এদিন কার্যত বহিরাগতদের চিহ্নিত করে অভিযোগ করেন পড়ুয়ারা।
দোল নিয়ে উত্তপ্ত যোগেশচন্দ্র ল' কলেজ
অভিযোগ এদিন রং খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল বচসা বাধে। অভিযোগ, কলেজে কোনওরকম দোল উৎসব হওয়ার পরিকল্পনাই ছিল না। এমনকী ১৫ মার্চ দোলের জন্য বন্ধও থাকবে কলেজ। খুলবে ১৭ তারিখ। তারপরেও বুধবার রং খেলার নামে পড়ুয়াদের ওপর হামলা করে বহিরাগতরা। এই নিয়ে তুমুল ঝামেলা হয় সকাল থেকে। আর সেই কারণেই জিবি বৈঠকে যোগ দিতে এসে বিক্ষোভের মুখে পড়েন মালা রায়।
সাংসদ মালা রায়ের প্রতিক্রিয়া
যদিও এই প্রসঙ্গে তিনি একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জানান, "কে বহিরাগত আর কে নয় সেই বিষয়ে জানা নেই। এই বিষয়টি কলেজ কর্তৃপক্ষই দেখবে। দুটো কলেজ চলছে, ডে আর মর্নিং। যদিও জিবি বৈঠক নিয়ে কোনও সমস্যা হয়নি"। প্রসঙ্গত, এর আগে সরস্বতী পুজো নিয়েও ঝামেলা হয়েছিল কলেজ পড়ুয়াদের সঙ্গে বহিরাগতদের।