Ramadan (Photo Credit: Pixabay)

Ramadan: বিশ্বজুড়ে মুসলিম ধর্মের মানুষরা রোজা রাখছেন। রোজা এটি ফারসি শব্দ। যার অর্থ উপবাস থাকা। কোরআন-হাদিসে এটিকে সিয়াম বলে, তবে রোজা শব্দটিই প্রচলিত। সাওম বা সিয়াম শব্দের অর্থ বিরত থাকা। রোজা আত্মশুদ্ধি, সংযম ও ধৈর্যের পরীক্ষা। আজ মঙ্গলবার ১২ মার্চ ২০২৫ , বাংলা ২৬ ফাল্গুন ১৪৩১, আরবি ১১ রমজান ১৪৪৬ হিজরি। কলকাতা সহ কয়েকটি স্থানের ইফতারের সময় জেনে নিন।

১২ মার্চ ২০২৫ কলকাতার সেহরি ও ইফতারের সময়

কলকাতার আজ সেহরি সময় ছিল ভোর ৪:৩৩। ইফতারের সময় বিকেল ০৫:৪৬। আগামীকাল ১৩ তারিখ সেহরি টাইম ভোর ০৪:৩২ মিনিটে । ইফতারের সময় বিকেল টাইম ০৫:৪৬ মিনিটে।

১২ মার্চ ২০২৫ গুয়াহাটিতে সেহরি ও ইফতারের সময়

গুয়াহাটিতে আজকের সেহরি সময় ছিল ভোর ০৪:১৮। ইফতারের সময় বিকেল ৫:৩২ মিনিট। আগামীকাল ১৩ মার্চ সেহেরির সময় ভোর ৪:১৭ মিনিট। ইফতারের সময় বিকেল ৫:৩২ মিনিট।

১২ মার্চ ২০২৫ বর্ধমানে সেহরি ও ইফতারের সময়

বর্ধমানে আজ সেহরির সময় ছিল ভোর ৪:৩৫। ইফতারের সময় আজ বিকেল ০৫:৪৮। আগামীকাল ১৩ মার্চ সেহরির সময় ভোর ৪:২৫ । ইফতারের সময় বিকেল ৫:৫৮।

১২ মার্চ ২০২৫ ঢাকায় সেহরি ও ইফতারের সময়

ঢাকায় আজকের সেহেরির শেষ সময় ছিল ভোর ০৪:৫৫ মিনিটে। আজকের ইফতারের সময় বিকাল ০৬:০৭ মিনিট। আগামীকাল ১৩ মার্চ ঢাকা শহরে সেরির সময় ৪:৪৫ মিনিটে । ইফতারের সময় বিকেল ৬:১৭ মিনিটে।