জাতীয় দিবস উদযাপন (ছবিঃX@Narendra Modi)

নয়াদিল্লিঃ দু'দিনের সফরে মরিশাসে(Mauritius:) রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi )। মঙ্গলবারই মরিশাসের পোর্ট লুইস বিমানবন্দরে পা রাখেন মোদী। দ্বীপরাষ্ট্র মরিশাসের জাতীয় দিবসে (National Day) বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন মোদী। আজ, ১২ মার্চ মরিশাসের জাতীয় দিবস। আর সেদেশের মানুষের সঙ্গে জাতীয় দিবস উদযাপনে মেতেছেন মোদী। সারাদিন আরও কর্মসূচি রয়েছ। সামাজিক মাধ্যম এক্সে জাতীয় দিবস উদযাপনের কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছেন তিনি।

মরিশাসবাসীর সঙ্গে জাতীয় দিবস উদযাপনে মোদী

অন্যদিকে বুধবার সকালেই এক্স হ্যান্ডেলে মরিশাসবাসীকে ৫৭তম জাতীয় দিবসের শুচেচ্ছা জানিয়েছেন মোদী। এদিন শুভেচ্ছাবার্তায় তিনি লেখেন, "রিশাসের মানুষজনকে জানাই জাতীয় দিবসের শুভেচ্ছা। বিশেষ দিনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আগ্রহী।" প্রসঙ্গত, এবারের মরিশাস সফরে ঠাসা কর্মসূচি রয়েছে ভারতীয় প্রধানমন্ত্রীর। সেদেশের মোট ২০টি প্রকল্পের উদ্বোধনের সাক্ষী থাকছেন তিনি। এছাড়া ইতিমধ্যেই মরিশাসের রাষ্ট্রপতি ধরমবীর গোখুলের সঙ্গে দেখা করেছেন তিনি। দ্বীপরাষ্ট্রের রাষ্ট্রপতিকে প্রয়াগরাজের পবিত্র ত্রিবেণী সঙ্গমের জল উপহার হিসেবে দিয়েছেন মোদী। এছাড়া সঙ্গে ছিল মাখানা। শুধু তাই নয়, ধরমবীর গোখুলের স্ত্রীকে উপহার দেন একটি সিল্কের শাড়ি।

 মরিশাসের জাতীয় দিবস উদযাপনে শামিল মোদী