কলকাতা, ৮ নভেম্বর: শক্তি বাড়িয়েই ক্রমশই বঙ্গভূমির দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল। আবহাওয়াবিদদের মতে শনিবারই সমতলে আছড়ে পড়বে বুলবুল (Cyclone Bulbul)। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী (West Bengal) জেলাগুলিতে সতর্কতা জারি হয়েছে। সম্ভাব্য বিপর্যয়ের আঁচ করে আগাম প্রস্তুতি নিয়ে ফেলেছে প্রশাসন। জানা গিয়েছে, ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মের আকার নিয়েছে বুলবুল। শনিবারের মধ্যেই উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ক্রমেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের দিকে এগোচ্ছে বুলবুল। তবে বারবার গতিপথ বদলানোয় উপকূলের ঠিক কোন এলাকায় আছড়ে পড়বে, তা এখনও নিশ্চিত নয় আবহবিদদের কাছে। তবে এ রাজ্যের সাগরদ্বীপ থেকে বাংলাদেশের (Bangladesh) খেপুপাড়ার মধ্যে কোনও একটি জায়গায় স্থলভাগে আঘাত করার সম্ভাবনা।
ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনার মতো উপকূলবর্তী জেলায় খোলা হয়েছে কন্ট্রোলরুম। আজ এনিয়ে জেলা সদর আলিপুরে জরুরি বৈঠকে বসতে চলেছেন দক্ষিণ ১৪ পরগনার জেলাশাসক পি উলগানাথন। দুটি উচ্চ পর্যায়ের বৈঠকেই ঠিক হয়ে যাবে বুলবুল মোকাবিলার নকশা। জেলার উপকূলবর্তী ব্লক এলাকায় প্রায় ৩০০ ফ্লাড সেন্টারকে তৈরি রাখা হয়েছে। সোমবার পর্যন্ত উপকূলবর্তী সমগ্র ব্লক ও পঞ্চায়েত অফিসে খোলা হয়েছে কন্ট্রোলরুম। সুন্দরবনের বাসিন্দাদের সচেতন করতে ইতিমধ্যেই মাইকিং শুরু হয়েছে। পঞ্চায়েত ও ব্লক অফিসে শুকনো খাবার ও ত্রিপল মজুত করার কাজ চলছে। ঝড় শুরু হলে নদীতে মাছ ধরতে যাতে না যায় তারজন্য নিষেধাজ্ঞাও জারি হয়েছে। এদিকে সকাল থেকে মেঘে ঢেকে রেখেছে সুন্দরবন এলাকা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হালকা বৃষ্টি শুরু হয়েছে। বকখালি ও গঙ্গাসাগরের উপকূলে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। পরিস্থিতির উপর নজর রেখে আগামী কয়েকদিন সুন্দরবনের নদী পারাপারে ভেসেল ও লঞ্চ পরিষেবাও নিয়ন্ত্রণ করবে পুলিশ প্রশাসন। ইতোমধ্যে জেলার প্রত্যেকটি ব্লক ও এসডিও অফিসে কন্ট্রোল রুম খোলা হয়েছে। আরও পড়ুন-Cyclone Bulbul: শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল, উপকূলের জেলাগুলিতে জারি সতর্কতা
#CycloneBulbul: Very Severe Cyclonic Storm ‘Bulbul’ over west-central and adjoining east-central Bay of Bengal: CYCLONE WARNING FOR W.BENGAL COAST: ORANGE MESSAGE
Orange Message: People in the affected areas should prepare themselves for the anticipated conditions.
IMD pic.twitter.com/dOugQFL2vf
— NDMA India (@ndmaindia) November 8, 2019
জানা গিয়েছে, বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় বর্তমানে সাগরদ্বীপের দক্ষিণ-দক্ষিণপশ্চিমে ৫৩০ কিমি দূরে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৬৩০ কিমি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। রবিবার মধ্যরাতেই পশ্চিমবঙ্গের সুন্দরবন হয়ে স্থলভাগে ঢোকা শুরু করবে বুলবুল। দমকা বাতাসের গতিবেগ ১০০/১১০ কিমি/ঘণ্টা হতে পারে। ১০ বছর পর এই প্রথম কোনও ঘূর্ণিঝড়ের বাংলার উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।