
এবার ধর্ষণের শিকার ৮০ বছরের এক বৃদ্ধা। গত মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির (Maynaguri) দোমহনী গ্রাম পঞ্চায়েত এলাকায়। বুধবার বাড়ি থেকে কিছুটা দূরে একটি ফাঁকা জমি থেকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের তরফ থেকে ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হলে প্রতিবেশী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে, রাতের অন্ধকারে বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে প্রৌঢ়াকে ধর্ষণ করে অভিযুক্ত।
প্রতিবেশী যুবকই ধর্ষণ করে বৃদ্ধাকে
জানা যাচ্ছে, বাড়িতে মেয়ে, নাতি, নাত বউমাকে নিয়ে থাকেন ওই বৃদ্ধা। মঙ্গলবার তাঁদের বাড়িতে এক আত্মীয় আসেন। তাঁকে নিয়ে বৃদ্ধার মেয়ে আরেক আত্মীয়র বাড়ি যান। রাত হয়ে যাওয়ায় রাতে সেখানেই তিনি থেকে যান। এদিকে গভীর রাত হওয়ায় মেয়ে বাড়িতে না ফেরার কারণে চিন্তায় বাড়ি থেকে বেরিয়ে পড়েন তিনিও। পাশের ঘরে থাকা নাতি ও নাত বউমা ঘুমোচ্ছিলেন। তাঁরা হুঁশই পাননি। এদিকে বুধবার সকালে মেয়ে বাড়ি ফিরে আসেন। কিন্তু মাকে না দেখতে পেয়ে ডাকাডাকি করেন তিনি।
নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিযুক্ত
এরপর সকলে মিলে খোঁজাখুজির পর অবশেষে বুধবার সকালে এলাকার মধ্যে থাকা একটি চাষের জমি থেকে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। তারপর তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরিবার ও নির্যাতিতার তরফ থেকে থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করে। বৃদ্ধার অভিযোগ, বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে পথ হারিয়ে ফেলেন তিনি। তখন প্রতিবেশী ওই যুবক বাড়ি নিয়ে যাওয়ার নাম করে তাঁকে জমিতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার গ্রেফতার করা হয় অভিযুক্তকে। এদিনই তাঁকে আদালতে পেশ করা হয়।