দিল্লি, ৬ মার্চ: নিজের পাঁচ বছরের শিশু কন্যাকে খুন করল বাবা। মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে বাবা। পুলিশ খোঁজ শুরু করলে জানা যায়, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সীতাপুরে নিজের বাড়িতেই ৫ বছরের সন্তানে খুন করেছে বাবা। পুলিশের হাতে সেই তথ্য আসার পর সীতাপুরের বাসিন্দা ওই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে মেয়েকে খুনের অভিযোগে।
রিপোর্টে প্রকাশ, মোহিত মিশ্র নামে বছর ৪০-এর এক ব্যক্তি গত ২৫ ফেব্রুয়ারি মেয়ে নিখোঁজ বলে রামপুর মথুরা পুলিশের কাছে অবিযোগ দায়ের করে। ২৫ ফেব্রুয়ারি অভিযোগ দায়েরের পরদিন তানি নামে এক শশু কন্যার পা সর্ষে ক্ষেত থেকে উদ্ধার করা হয়। ওই শিশু কন্যার দেহের বাকি অংশও পুলিশ দু, একটি করে খুঁজে পায়। এরপর মনোজ মিশ্রর খোঁজ করে পুলিশ তাকে গ্রেফতার করে।
মনোজ মিশ্রের জেরায় পুলিশ জানতে পারে, প্রথমে শিশু কন্যাকে গলা টিপে খুন করে বাবা। তারপর তার দেহাংশ সর্ষে ক্ষেতে ছুঁড়ে ফেলে। পুলিশি জেরায় মেয়েকে খুনের কথা স্বীকার করে মনোজ মিশ্র নামে ওই ব্যক্তি।
জানা যায়, মনোজ মিশ্রের প্রতিবেশী রামুর সঙ্গে তার বিবাদ চলছিল। ফলে রামুর বাড়িতে যাতে তানি না যায়, সে বিষয়ে মেয়েকে একাধিকবার সে বুঝিয়ে বলে। কিন্তু বাবার কথা না শুনে প্রতিবেশী রামুর বাড়িতে গিয়ে খেলা শুরু করে তানি। যা সহ্য করতে না পেরে গত ২৫ ফেব্রুয়ারি তানিকে খুন করে মনোজ মিশ্র। খুনের পর তানির দেহ সর্ষে ক্ষেতে ছুঁড়ে ফেললে, পশুপাখি গিয়ে ছোট্ট শিশুর দেহ খুবলে খায় বলে পুলিশি তদন্তে উঠে আসে।