Suvendu Adhikari (Photo Credits; ANI)

আর কয়েক ঘণ্টা পরেই অযোধ্যায় (Ayodhya) নবনির্মিত রাম মন্দিরের (Ram Mandir) শুভ উদ্বোধন। প্রধানমন্ত্রীর (Narendra Modi) হাতে হবে রামলালার (Ram Lalla) প্রাণ প্রতিষ্ঠা। সেই মহাক্ষণের অপেক্ষায় দেশবাসী। রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে আজ রবিবার মিছিল বের করেছেন বঙ্গের বিরোধী দলনেতা শুভেদু অধিকারী (Suvendu Adhikari)। নিজের নির্বাচনী কেন্দ্রে মিছিল নিয়ে হাঁটতে হাঁটতে নন্দীগ্রামের বিধায়ক বললেন, 'ভগবান রামের আগমন উদযাপন করতে আমাদের এই মিছিল। উদ্বোধনের পর কাল সন্ধ্যেবেলা প্রধানমন্ত্রীর নির্দেশ মত পালিত হবে দীপাবলি'।

আরও পড়ুনঃ রাম মন্দির উদ্বোধনের আগে অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের বিস্ফোরক বার্তা, দেখুন কী বললেন তৃণমূল সাংসদ

জয় শ্রী রাম ধ্বনি তুলে মিছিল... 

হাজারেরও বেশি মুসলিম সম্প্রদায়ের মানুষ এই যাত্রায় অংশ নিয়েছেন বলে জানালেন শুভেন্দু। তারস্বরে জয় শ্রী রাম স্লোগানের মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) 'হিন্দু বিরোধী' বলেও দুষেছেন বিজেপি বিধায়ক। 'তিনি একজন সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী', কটাক্ষ শুভেন্দুর।