Jail, Representational Image (Photo Credit: IANS)

দিল্লি, ২ জানুয়ারি: পরিবার জানত, ছেলে দিল্লিতে (Delhi) কোনও কাজ করেন। কিন্তু দিল্লি থেকেই ছেলে যে কবে পাকিস্তানে (Pakistan)  পাড়ি দিয়েছেন প্রমিকাকে (Cross Border Love Story) বিয়ে করতে, তা ঘুণাক্ষরেও জানতে পারেননি পরিবারের সদস্যরা। ফলে ভারতের সীমান্ত পার করে পাকিস্তানে গিয়ে ভালবাসার মানুষকে বিয়ের করার আশা কার্যত জেলে বসেই শেষ হয়ে যাচ্ছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আলিগড়ের তরুণের।

রিপোর্টে প্রকাশ, আলিগড়ের বাসিন্দা আদল বাবুর সঙ্গে  পরিচয় হয় এক পাক তরুণীর। ফেসবুকের মাধ্যমেই ভারত (India) এবং পাকিস্তানের দুই তরুণ, তরুণীর ভালবাসা জমে ওঠে। প্রমিকার সঙ্গে কীভাবে দেখা হবে, তা পরিকল্পনা করতে গিয়ে দিল্লিতে কাজের নাম করে বাড়ি থেকে বের হন ওই তরুণ।

গত বছরের অগাস্ট মাসে আদল বাবু বাড়ি ছাড়েন। এরপর দীপাবলির আগে বাড়িতে হোয়াটস অ্যাপের মাধ্যমে ভিডিয়ো কল করেন। পরিবারকে জানান, তিনি ভাল আছেন এবং দিল্লিতে কাজ খুঁজে পেয়েছেন। বন্ধুর ফোন থেকে তিনি বাড়িতে ভিডিয়ো কল করেছেন বলে জানান বাবু। পরিবারের সন্দেহ হওয়ায়, তাঁরা খোঁজ শুরু করেন। এরপরই বাবুর পরিবার জানতে পারে, তাঁদের ছেলে জম্মু কাশ্মীরে গিয়ে সেখানে আন্তর্জাতিক সীমান্ত পার করে পাকিস্তানে চলে গিয়েছে।

বাবাুর পরিবার প্রথমে ওই খবর বিশ্বাস করতে পারেনি। দিল্লিতে কাজ করতে গিয়ে বাবু কীভাবে পাকিস্তানে চলে গেলেন, তা ভেবে কিনারা করতে পারেনি পরিবার। কিন্তু পাকিস্তানের জেলে বন্দি বাবুকে দেখে পরিবারের মনের অবস্থা খারাপ হয়ে যায়। বাবুর বাবা কৃপাল সিং বলেন, পাকিস্তানের জেলে ছেলেকে দেখে অবাক হয়ে যান, কেঁদে ফেলেন দুঃখ ধরে রাখতে না পেরে।

প্রধানমন্ত্রীর দ্বারস্থ বাবুর পরিবার...

বাবুর পরিবার এরপর কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হয়। বিশেষ করে প্রধানমন্ত্রী নরন্দ্র মোদীর। বাবুকে বাড়িতে ফেরাতে প্রধানমন্ত্রী পদক্ষেপ করুন বলে আবেদন জানানো হয় ওই পরিবারের তরফে।

কোথায় গ্রেফতার হন বাবু?

রিপোর্টে প্রকাশ, বাবু পাকিস্তানে যান প্রেমিকা সানা রানিকে বিয়ে করতে। তবে বাবুকে বিয়ে করতে অস্বীকার করেন সানা। লাহোর থেকে ২৪০ কিলোমিটার দূরে অবস্থিত পাঞ্জাব প্রদেশে গ্রেফতার করা হয় বাবুকে। পাকিস্তান পুলিশের তরফে সানা রানির বয়ান রেকর্ড করা হয়। যেখানে সানা রানি ভারতের বাবুকে বিয়ে করতে অস্বীকার করেন। পাঞ্জাব পুলিশের অফিসার নাসির শাহ বলেন, সানার বয়ান তাঁদের কাছে রয়েছে। ওই বয়ানে সানা জানিয়েছেন, বাবুর সঙ্গে তাঁর বন্ধুত্ব আড়াই বছরের। ফেসবুকের মাধ্যমে তাঁদের পরিচয় হয়। বাবু তাঁকে বিয়ে করতে চাইলেও, তিনি এই বিয়েতে একেবারেই আগ্রহী নন।

ফলে অবৈধভাবে সীমান্ত পার করে সানা রানির গ্রাম মাউঙ্গে পৌঁছন। যেখানে বাবুকে গ্রেফতার করেন স্থানীয় পুলিশ কর্মীরা।