Pushpa 2 (Photo Credits: X)

মুম্বই, ১ জানুয়ারি:  এবার পুষ্পা (Pushpa 2) নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap)। বলিউডের এই জনপ্রিয় পরিচালক পুষ্পার ভূয়ষী প্রশংসা করেন। অনুরাগ বলেন, পুষ্পা বা পুষ্পা টু-এর মত ঠবি তৈরির মেধা বলিউডের নেই। যে মেধা নিয়ে পুষ্পা টু তৈরি করা হয়েছে, তা কোনওভাবে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি, বলিউডের প্রসঙ্গ টেনে করতে পারবে না। প্রসঙ্গত ২০২৪ সালে মুক্তি পাওয়া ছবিগুলির মধ্য়ে সর্বোচ্চ হল পুষ্পা টু। যার ব্যবসা মুক্তির পর থেকে হু হু করে বাড়ছে।

আরও পড়ুন: Pushpa 2 BO Collection Day 3: বক্স অফিসে পুষ্পা ২-র দাপট, অল্লু অর্জুনের ছবির মুকুটে নয়া পালক

রিপোর্টে প্রকাশ, অনুরাগ কাশ্যপ বলেন, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি এই মুহূর্তে কোনও ধরনের  রিক্স নিতে চাইছে না। ইন্ডাস্ট্রি কিছু বুঝতেও চাইছে না। ছবি তৈরি আসলে কী, তা বুঝতে চাইছে না বলিউড। সেই কারণে পুষ্পার মত ছবি বলিউডে তৈরি হচ্ছে না। অথচ তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচালক সুকুমার তা অনায়াসে করে ফেললেন বলে মন্তব্য করেন জনপ্রিয় এই চলচ্চিত্র পরিচালক। দক্ষিণী সিনেমা জগতে এমন পরিচালককে আনা হয়, যাঁরা সিনেমাকে শক্তিশালী করেন কিন্তু বলিউডে একেবারে ভিন্ন ছবি। বলিউডে যে যাঁর মত নিজস্ব জগৎ তৈরি করতে ব্যস্ত বলেও মন্তব্য করেন অনুরাগ। যখন কেউ নিজের জগৎ তৈরি করেন, তখন তিনি নিজেকে সেখানকার ঈশ্বর বলে মনে করেন। ফলে এখানেই বলিউডের পরিচালকের ইগো কাজ করে বলে কটাক্ষ করেন অনুরাগ কাশ্যপ।