শিক্ষা দফতরে নতুন নির্দেশিকা জারি হচ্ছে, এদিকে সেই নিয়ে কিছুই জানানো হল না নবান্নতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই (CM Mamata Banerjee) ব্রাত্য রেখে সেমিস্টার চালু করতে যাচ্ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে রাজ্য প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে এই নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে (Bratya Basu) ধমক দিলেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট জানিয়ে দিলেন তাঁকে না জানিয়ে শিক্ষা দফতরে কোনও নতুন নিয়ম তৈরি হবে না। এবং সেই সঙ্গে এও বার্তা দেন যে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কোনও সেমিস্টার ভিত্তিক পরীক্ষা হবে না।
এদিন সভাঘরে মুখ্যমন্ত্রী শিক্ষা বিভাগ নিয়ে আলোচনা চলাকালীন বলেন যে সংবাদমাধ্যমে সম্প্রতি খবর দেখলাম যে প্রাথমিক শিক্ষাতে সেমিস্টার। চিফ সেক্রেটারিকেও জিজ্ঞেস করলাম, তিনিও কিছু জানেন না। শিক্ষা দফতরে যদি কিছু নির্দেশিকা জারি করা হয় তাহলে সেই বিষয়ে আমার সঙ্গে আগে আলোচনা করতে হবে। আমার সম্মতি ছাড়া সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হল কীভাবে? চারজন উপদেষ্টা মিলে সিদ্ধান্ত নিয়ে নিল যে প্রাথমিক শিক্ষায় সেমিস্টার হবে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, আমি চাই মুখ্যমন্ত্রীর ভার কমাতে। ব্যাগের বোঝা কমাতে, এমনিতেই এখন পড়াশুনোর অনেক চাপ রয়েছে। ওইটুকু বাচ্চারা কথা বলতেই জানে না। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার বলতে পারে না, আর তাঁরা সেমিস্টার দেবে। ক্লাস ওয়ান, ক্লাস টু-এর বাচ্চারা কি সেমিস্টার দেবে? কলেজে যেটা চলে সেটা স্কুলে চলে না। এটা মাথায় রাখতে হবে।