
বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় পুরস্কারের জন্যে একটি হল আইফা। শনিবার জয়পুরে অনুষ্ঠিত হল ২৫'তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (International Indian Film Academy Awards)। চলচ্চিত্রের পাশাপাশি ওটিটি মঞ্চের কনটেন্টও জায়গা করে নিয়েছে আইফার পুরস্কারের তালিকায়। IFFA 2025-এর মঞ্চে কারা বাজিমাত করলেন? কারা হলেন সেরার সেরা? আইফা বিজয়ীদের তালিকা রইল নীচে।
আইফা ২০২৫ বিজয়ীদের তালিকাঃ
চলচ্চিত্র বিভাগঃ
সেরা চলচ্চিত্র - অমর সিং চমকিলা
সেরা পরিচালক - ইমতিয়াজ আলি (অমর সিং চমকিলা)
সেরা মুখ্য চরিত্র (অভিনেত্রী) - কৃতি শ্যানন (দো পাত্তি)
সেরা মুখ্য চরিত্র (অভিনেতা) - বিক্রান্ত মাসে (সেক্টর ৩৬)
সেরা সহযোগী চরিত্র (অভিনেত্রী) - অনুপ্রিয়া গোয়েঙ্কা (বার্লিন)
সেরা সহযোগী চরিত্র (অভিনেতা) - দীপক দোব্রিয়াল (সেক্টর ৩৬)
সেরা গল্প (অরিজিনাল) - কনিকা ধীলন (দো পাত্তি)
সিরিজ বিভাগঃ
সেরা ওয়েব সিরিজ - পঞ্চায়েত সিজন ৩
সেরা মুখ্য চরিত্র (অভিনেতা) - শ্রেয়া চৌধুরী (বন্দিশ ব্যান্ডিটস সিজন ২)
সেরা মুখ্য চরিত্র (অভিনেত্রী) - জিতেন্দ্র কুমার (পঞ্চায়েত সিজন ৩)
সেরা সহযোগী চরিত্র (অভিনেতা) - সঞ্জিদা শেখ (হীরামান্ডি)
সেরা সহযোগী চরিত্র (অভিনেত্রী) - ফয়জল মালিক (পঞ্চায়েত সিজন ৩)
সেরা গান - ইশক হ্যায় (মিসম্যাচড সিজিন ৩ - অনুরাগ শাইকিয়া)
এছাড়াও সেরা মৌলিক গল্পের পুরস্কার পেয়েছে ‘কোটা ফ্যাক্টরি সিজন ৩’। সেরা ডকুসিরিজ/ডকুমেন্ট্রি খেতাব পেয়েছে, ইয়ো ইয়ো হানি সিং: ফেমাস। সেরা রিয়ালিটি/ নন স্ক্রিপ্টেড সিরিজ হয়েছে, 'ফ্যাবিউলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভস'।