BSF (Photo Credit: X)

ভারত-বাংলাদেশ সীমান্তে ক্রমশ বাড়ছে পাচারকারী ও অনুপ্রবেশকারীদের সংখ্যা। রবিবার ভোরের দিকে ফের সেই দৃশ্য দেখা গেল বসিরহাটের (Basirhat) স্বরূপনগর এলাকায় গোবিন্দপুর গ্রামের কালাঞ্চি সীমান্তে। তবে এবারও পাচারকারীদের রুখে দিল বিএসএফ জওয়ানরা। বিএসএফের গুলিতে জখম এক পাচারকারী। আহত যুবকের নাম শাহাবুদ্দিন বিশ্বাস। জানা যাচ্ছে, তাঁর চোখে গুলি লেগেছে। আহত অবস্থায় তাঁকে স্বরূপনগরের শাঁড়াফুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে বসিরহাট হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

পাচারকারীদের উদ্দেশ্যে গুলি চালায় বিএসএফ জওয়ান

জানা যাচ্ছে, এদিন ভোরের দিকে সীমান্ত এলাকায় সন্দেহজনক কয়েকজন যুবকের ভিড় দেখতে পান টহলদারি জওয়ানরা। তাঁদের দেখেই পালানোর চেষ্টা করে পাচারকারীরা। তখন তাঁদের জওয়ানরা সতর্ক করলেও শোনে না। তখনই তাঁদের উদ্দেশ্যে গুলি ছোড়ে বিএসএফ জওয়ানরা। আর সেই গুলিতেই আহত হয় শাহাবুদ্দিন।

নজরদারি বাড়ানো হয়েছে সীমান্ত এলাকায়

বাকিরা অবশ্য পালিয়ে যায়। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। এদিকে আহত শাহাবুদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর কালাঞ্চি সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি।