Gun, Representational Image (Photo Credit: File Photo)

ভরসন্ধ্যাবেলায় বেলঘরিয়ায় (Belgharia) চলল গুলি। স্থানীয় এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে চালানো হল গুলি। সেই গুলির ঘায়ে শাসক দলের কর্মী আহত হওয়ার পাশাপাশি এক যুবকও আহত হয়েছেন বলে খবর। শনিবার সন্ধ্যের দিকে ঘটনাটি ঘটেছে কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়ায় ৪ নম্বর রেলগেট সংলগ্ন একটি চায়ের দোকানে। ঘটনার পর দুজনকেই উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীকালে তৃণমূল কর্মীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আরজি কর হাসপাতালে রেফার করা হয়। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

তৃণমূল কর্মীর ওপর হামলা

জানা যাচ্ছে, এদিন দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন তৃণমূল নেতা বিকাশ সিং। তিনি টেক্সমেকো কারখানায় কাজ করেন। সেখানের তৃণমূল ইউনিয়নের সদস্য। এদিন কারখানায় কাজ সেরে বেরিয়ে চায়ের দোকানে এসে চা খাচ্ছিলেন। আর কাকতালীয়ভাবে ডাক্তার দেখাতে এসে ওই দোকানেই চা খেতে যান সন্তু দাস ও তাঁর স্ত্রী রিয়া দাস। তখনই একটি বাইকে তিনজন এসে বিকাশকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায়। আর তারমধ্যেই একটি গুলি সন্তুর কোমর ছুঁয়ে বেরিয়ে যায়।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বেলঘরিয়া ও কামারহাটি থানার পুলিশ। দুজনকেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে একটি বাইকও উদ্ধার হয়েছে। সেটি খতিয়ে দেখে বাইকের মালিক অবধি পৌঁছাতে চাইছে পুলিশ। তবে এই ঘটনায় এখনও কাউকেই গ্রেফতার করা হয়নি। আহত বিকাশ ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মলা রাইয়ের ঘনিষ্ঠ ছিলেন। তবে সম্প্রতি কাউন্সিলরের সঙ্গে দুরত্ব বাড়িয়েছিলেন বিকাশ। ফলে এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করছে বিজেপি। অন্যদিকে তৃণমূল সাংসদ সৌগত রায়ের মতে, দুষ্কৃতী হামলা বলে দাবি করছেন।