শুক্রবার সন্ধেবেলা ধুন্ধুমার কাণ্ড ঘটে কামারহাটি সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে।চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এমনকি পুলিশকেও হেনস্থা করে মৃত রোগীর পরিবার। হেনস্থার শিকার হয়েছিলেন জুনিয়র ডাক্তার থেকে সিনিয়র নার্সিং স্টাফও। এই ঘটনার প্রতিবাদে আজ শনিবার থেকে পূর্ণ কর্মবিরতির পথে হাঁটার ঘোষণা করেন সাগর দত্তর জুনিয়র চিকিৎসকরা। সেই কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য চলবে বলেই শনিবার জানিয়েছেন তাঁরা।
CCTV Footage of Female Medicine Ward, Sagore Dutta Hospital, 27/9/24, 5:30 PM. This is how the Junior Doctors & Interns were heckled & attacked. Security Guards & Police stood as mere spectators! The mob even chased the female Doctors to their on call room! SHAME!#MedTwitter pic.twitter.com/MZpbtCKo1j
— Dr. Abhinaba Pal (@abhinabavlogs) September 28, 2024
অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের দাবি কলেজ কাউন্সিলের বৈঠকে দশ দফা দাবি মৌখিকভাবে মেনে নিলেও কোনও লিখিত প্রতিশ্রুতি মেলেনি। তাই নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না জুনিয়র চিকিৎসকরা। আর এই প্রতিবাদের আঁচ ছড়িয়েছে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালেও। সেখানে আপাতত জিবি বৈঠক চলছে। সূত্রের দাবি, সেখানকার জুনিয়র ডাক্তাররাও কর্মবিরতির ডাক দিতে চলেছেন।
নিরাপত্তার অভাবের কথা জানিয়ে কর্মবিরতির সিদ্ধান্ত সাগর দত্ত হাসপাতালের জুনিয়র ডাক্তারদের।#SagoreDuttaHospital #JuniorDoctor #DoctorsProtest #Kamarhati pic.twitter.com/fQbM6aJrOP
— DD Bangla News (@DDBanglaNews) September 28, 2024
CCTV Footage of Female Medicine Ward, Sagore Dutta Hospital, 27/9/24, 5:30 PM. This is how the Junior Doctors & Interns were heckled & attacked. Security Guards & Police stood as mere spectators! The mob even chased the female Doctors to their on call room! SHAME!#MedTwitter pic.twitter.com/MZpbtCKo1j
— Dr. Abhinaba Pal (@abhinabavlogs) September 28, 2024