
নয়াদিল্লিঃ ব্যাটের(Bat) শাসনে প্রায় সবসমইয়ই ভারতীয়দের মন জয় করেছেন। জয়ের পর তাঁর বাঁধভাঙা উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ কিংবা জীবনের সব সাফল্যে স্ত্রী ও পরিবারকে সবার আগে প্রাধান্য দিয়ে যেন ক্রিকেটপ্রেমীদের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন। তিনি আর কেউ নন, সকলের প্রিয় বিরাট কোহলি(Virat Kohli)। রবিবার দুবাইয়ের মাঠে কিউয়িদেত পরাজিত করে যখন চ্যাম্পিয়ন্স ট্রফি উঠেছে টিম ইন্ডিয়ার হাতে, তখন জয়ের পর প্রথম মহম্মদ শামির মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন ভারতীয় তারকা। বিরাটের পিঠ চাপড়ে দেন শামির মাও। একসঙ্গে ছবি তোলেন তাঁরা। এই মুহূর্তের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
বিরাটের আচরণে মুগ্ধ নেটপাড়া
ভাইরাল ভিডিয়োতে বিরাটকে ভালবাসায় ভরাচ্ছেন নেটিজেনরা। কেউ-কেউ বলছেন, "এটাই তো ভারতীয় সংস্কৃতি।" কেউ আবার বলছেন, "সাফল্যের চূড়ায় থেকেও কীভাবে নিজের শিকড় ভুলতে নেই তা শিখিয়ে দিলেন বিরাট।" প্রসঙ্গত, গতবছর জুনে টি-২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। আর এই সাফল্যের আট মাসের মাথায় ফের ভারতের মুকুটে আইসিসি ট্রফি। জগৎ সভায় ফের শ্রেষ্ঠ রোহিত শর্মার ভারত। রবিবার, দুবাইয়ের মাঠে প্রায় এক যুগ পর নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসি ট্রফি ঘর তুলল টিম ইন্ডিয়া। মরুশহরে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল জাডেজারা। ২০০০ সালে যে নিউজ়িল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি হারাতে হয়েছিল সৌরভের টিম ইন্ডিয়াকে। এবার ২৫ বছরের বদলা নিল ভারয়ীর তারকারা। উল্লেখ্য, ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। তার ১২ বছর পর ফের চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া।
জয়ের পর শামির মায়ের হাত দিয়ে প্রণাম বিরাটের, ভাইরাল ভিডিয়ো
virat touching mohammed shami's mother feet ❤️❤️ pic.twitter.com/FxvGDZGP4R
— Bewda babloo 🧉 (@babloobhaiya3) March 9, 2025