
নয়াদিল্লিঃ আজকাল স্বাস্থ্য নিয়ে সচেতন কমবেশি সবাই। ওজন কমাতে(Weight Loss) মরিয়ে হয়ে ওঠেন কেউ-কেউ। সু-স্বাস্থ্য পেতে ডায়েট(Diet) থেকে শরীরচর্চা সবই চলে নিয়ম মেনে। আর এবার এই ডায়েট মেনে চলতে গিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ১৮ বছরের তরুণী। ইউটিউব দেখে ডায়েট মেনে চলতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল কেরলের কুন্নুরের ওই যুবতীর। জানা গিয়েছে, ইউটিউব দেখে বিগত ৬ মাস ধরে একটি ডায়েট প্ল্যান মেনে চলছিলেন তিনি। ওজন কমানোর চক্করে ভুলেছিলেন খাওয়া-দাওয়া। শুধুমাত্র জলপান করতেন। আর এতেই ক্রমে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তাঁর। অ্যানোরেক্সিয়া নারভোসা নামক বিরল রোগে আক্রান্ত হন তিনি। শেষমেশ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু জীবনের লড়াইয়ে হার মানেন শেষে।
ইউটিউবের ডায়েট প্ল্যান মানতে গিয়ে মর্মান্তিক পরিণতি তরুণীর
প্রসঙ্গত, অ্যানোরেক্সিয়া নারভোসা হল এমন একটি বিরল রোগ যাতে রোগীদের ধীরে ধীরে খাবারের প্রতি আসক্তি কমে। খিদে অনুভব করার ক্ষমতা চলে যায় রোগীদের। ফলে দীর্ঘদিন না খেয়ে থাকতে পারেন রোগীরা। এই রোগ শুধুমাত্র শারীরিক নয়, মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলে বলে চিকিৎসকদের মতামত।
ইউটিউব দেখে ডায়েট মেনে মৃত্যু তরুণীর
What Is Anorexia Nervosa? As Kannur Girl Dies After Following Diet Plan for Weight Loss From YouTube, Know All About Eating Disorder That Creates Unwarranted Fear of Being Overweighthttps://t.co/Z3SGU7H7r1#Kerala #YouTube #AnorexiaNervosa
— LatestLY (@latestly) March 10, 2025