
দিল্লি, ১০ মার্চ: যৌন হেনস্থার ( Sexual Assault) অভিযোগে গ্রেফতার করা হল এক কিশোরকে। ১৯ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে মধ্য বয়সী এক মহিলাকে হেনস্থার অভিযোগ উঠল। শুনতে অবাক লাগলেও এমনই এক ঘটনা এবার ঘটে গেল চেন্নাইতে (Chennai)। যেখানে কিলপউকে বছর ৪০-এর এক মহিলা যখন রাস্তা দিয়ে হেঁটে যান, সেই সময় ১৯-এর কিশোর তাঁর কাছে হাজির হয়। ফাঁকা রাস্তা পেয়ে মধ্য বয়সী ওই মহিলার হেনস্থার চেষ্টা করে কিশোর। ওই মহিলা যখন চিৎকার শুরু করেন, তখন ভয়ে, আতঙ্কে সেখান থেকে পালানোর চেষ্টা করে সংশ্লিষ্ট কিশোর। তবে পালানোর আগে ওই মহিলাকে সে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে এবং দেয় চম্পট।
ঘটনার পরপরই ওই মহিলা থানায় হাজির হন এবং অভিযোগ দায়ের করেন। এফআইআর হতেই পুলিশ জোর কদমে তল্লাশি শুরু করে এবং গ্রেফতার করে অভিযুক্তকে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ওই এলাকায় যে সিসিটিভি ক্যামেরা রয়েছে, তা খতিয়ে দেখেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। সেই সঙ্গে ওইদিন রাস্তার উপর আর কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। সেই সঙ্গে অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে দ্বিতীয় কোনও অপরাধের অভিযোগ কখনও কেউ দায়ের করেন কিনা, পুলিশের তরফে তাও খতিয়ে দেখা হচ্ছে।