
নয়াদিল্লিঃ ক্যাপ্টেন রোহিত শর্মার(Rohit Sharma) শাসনে চ্যাম্পিয়ন্স ট্রফি(ICC Champions Trophy 2025) এল দেশে। রবিবার, দুবাইয়ের(Dubai) মাঠে নিউজিল্যান্ডকে(New Zealand) হারিয়ে ২৫ বছরের বদলা নিল 'মেন ইন ব্লু।'২৫ বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউ জ়িল্যান্ডের কাছে হারতে হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতকে। সেই হারের বদলা নিল রোহিতের ভারত। বিরাটদের এই জয়ে দেশজুড়ে বাঁধভাঙা উচ্ছ্বাস। জয়ের আনন্দে রাস্তায় নেমে পড়েন ক্রিকেটপ্রেমীরা। কোথাও জাতীয় পতাকা হাতে মিছিল, কোথাও আবার ঢাক-ঢোল বাজিয়ে চলে উদযাপন। আর এমনই এক উদযাপনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মধ্যপ্রদেশের ন্দোর জেলার মহোও। মিছিলে পাথর ছোড়ার অভিযোগ উঠল বেশকিছু যুবকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় মহোও এলাকা। আগুন লাগিয়ে দেওয়া হয় কয়েকটি যানবাহনে। আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। পরে পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে ওই এলাকায়।
ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয় উদযাপনের মিছিলে ছোড়া হল পাথর
এই ঘটনা প্রসঙ্গে ইন্দোরের কালেক্টর আশিস সিং বলেন, "পরিস্থিতি রাতেই নিয়ন্ত্রণে নিয়ে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক, এলাকায় শান্তি ফিরেছে। ওই এলাকায় বিপুল সংখ্যায় বাহিনী মোতায়েন করা হয়েছে। কীভাবে সংঘর্ষ শুরু হয়েছে, তা তদন্তসাপেক্ষ।" অন্যদিকে এই ঘটনায় এক পুলিশ আধিকারিক জানান, ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয় উদযাপনের সমাবেশ চলাকালীন দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়েছিল এবং তার থেকেই পাথর ছোড়ার সূত্রপাত। এরপর এলকায় থাকা বেশ কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
রোহিত-বিরাটদের জয়ের রাতে মধ্যপ্রদেশে ধুন্ধুমার
#WATCH | Indore, Madhya Pradesh | Stone pelting incident took place in Mhow; adequate security heightened in the area after several vehicles were torched and vandalised. The incident took place during the victory celebration of team India in #iccchampionstrophy2025 pic.twitter.com/497n4Vw8ez
— ANI (@ANI) March 10, 2025