
নয়াদিল্লিঃ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল(Viral) হয়েছে একটি ভিডিয়ো। যাতে দেখা যাচ্ছে, প্রকাশ্যে প্রস্রাব(Urinate) করছেন এক ব্যক্তি। ভিডিয়ো ভাইরাল হতেই, তদন্তে নেমে জানা যায়, মদ্যপ অবস্থায় এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। ভাইরাল ভিডিয়োর সূত্র ধরে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে পুনেতে। পুনের ইয়েরদা জংশনে প্রকাশ্যে এই ঘটান ওই ব্যক্তি। মত্ত অবস্থায় রাস্তায় পথচারীদের বিরক্ত করতেও দেখা যায় ওই যুবককে। পরে সাতারা জেলার কারাদ থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
মদ্যপ অবস্থায় প্রকাশ্যে প্রস্রাব, পথচারীদের উত্তক্ত করার দায়ে গ্রেফতার যুবক
Gaurav Ahuja Arrested: ‘Drunk’ Man Who Urinated on Public Road in Pune, Arrested From Karad in Satara District After Video Goes Viralhttps://t.co/CQKkgbJ3HW#GauravAhuja #Pune #Karad #PunePolice #viralvideo
— LatestLY (@latestly) March 9, 2025