সাংসারিক অশান্তির মাঝে স্ত্রীকে ধরে মারধর। আর এই নৃশংস দৃশ্য প্রতিদিন দেখতে পাচ্ছিল না দুই শিশু। তাই আইনের সাহায্য নিতে থানায় হাজির হল ৩ ও ৫ বছরের দুই শিশু। গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেরুটে পিলোখারি থানা এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছিল পুলিশ। সেখানে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার না করলেও তাঁকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। সেই সঙ্গে পুলিশ জানিয়েছে, এই ধরনের অত্যাচার করা হলে পুলিশ অভিযোগ পেলেই ওই যুবককে গ্রেফতার করা হবে।

পুলিশসূত্রে খবর, শ্যামনগর এলাকার বাসিন্দা এজাজ ও নিশা দীর্ঘদিন ধরেই ওই এলাকায় রয়েছে। তাঁদের দুই সন্তান এদিন থানায় এসে এক কনস্টেবলকে পুরো বিষয়টি জানায়। তারপর সেই বিষয়টি পুলিশ আধিকারিককে জানানো হলে সে ওই কনস্টেবলকে বাচ্চাদের বাড়ি গিয়ে বিষয়টি দেখার নির্দেশ দেয়। ঘটনাস্থলে গিয়ে প্রতিবেশীদের সঙ্গে কথা বলে ও নির্যাতিতার সঙ্গে কথা বলেন। তারপর এজাজকে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয়, সে নির্দেশ দেয়।