নয়া দিল্লি, ২৬ মেঃ শনিবার রাতে দিল্লির নিউ বর্ন বেবি কেয়ার হাসপাতালে আগুন লেগে ৭ শিশু অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন শিশু। এদিন রাত সাড়ে ১১টা নাগাদ পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকার ওই শিশু হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে তৎক্ষণাৎ সেখানে পৌঁছয় দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি হাসপাতালের ভিতর থেকে আহত শিশুদের উদ্ধার করে বাহিনী। তবে চিকিৎসা চলাকালীন রাতেই ছয় সদ্যজাতের হয়। একজনকে রাখা হয়েছিল ভেন্টিলেশনে। তাঁর অবস্থা ছিল আশঙ্কাজনক। রবিবার সকালে ওই শিশুটির মৃত্যু হয়েছে বলে খবর। বাকি আহত শিশুদের ওই হাসপাতালেই চিকিৎসা চলছে। শিশু হাসপাতালে আগুন লাগার ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এই ঘটনার জন্যে যে বা যারা দায়ী তাঁদের কেউ রেহাই পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
রবিবার সকালেই দিল্লির শিশু হাসপাতালে আগুন লেগে সাত শিশুর মৃত্যু সংবাদে শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, 'শিশু হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। এই দুর্ঘটনায় যারা তাদের নিষ্পাপ শিশুকে হারিয়েছে আমরা সবাই তাদের পাশে আছি'। আহতদের চিকিৎসায় কোন খামতি রাখা হবে না বলে উল্লেখ করেছেন তিনি। একই সঙ্গে কেজরিওয়াল জানিয়েছেন, ঘটনার তদন্ত করা হচ্ছে। যে বা যারা এই অবহেলার জন্যে দায়ী তাঁদের কাউকেই রেহাই করা হবে না।
মুখ্যমন্ত্রীর টুইট...
बच्चों के अस्पताल में आग की ये घटना हृदयविदारक है। इस हादसे में जिन्होंने अपने मासूम बच्चों को खोया उनके साथ हम सब खड़े हैं। घटनास्थल पर सरकार और प्रशासन के अधिकारी घायलों को इलाज मुहैया करवाने में लगे हुए हैं। घटना के कारणों की जाँच की जा रही है और जो भी इस लापरवाही का… https://t.co/eJuj2y9b1w
— Arvind Kejriwal (@ArvindKejriwal) May 26, 2024
এদিকে কেজরিওয়ালের (Arvind Kejriwal) অন্তর্বর্তী জামিনের মেয়াদ প্রায় শেষের দিকে। ১ জুন তাঁর জামিনের মেয়াদ শেষ হচ্ছে। অর্থাৎ ২ জুন তাঁকে আত্মসমর্পন করতে হবে। তবে আপ আহ্বায়ক যে নিজের মুখ্যমন্ত্রীর পদ ছাড়বেন না, সে কথা বারে বারে জানিয়েছেন। সদ্য এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে আবারও নিজের অবস্থান স্পষ্ট করেছেন অরবিন্দ।