Waker-Uz-Zaman (Photo Credit: (Wikipedia)

দিল্লি, ২ জানুয়ারি: মহম্মদ ইউনুসের তদারকি সরকার ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের (Pakistan) সঙ্গে সখ্যতা বাড়তে শুরু করেছে বাংলাদেশের (Bangladesh)। ঢাকা যখন ইসলামাবাদ (Islamabad) বন্দনায় মজে, সেই সময় পরিস্থিতির উপর কড়া নজর রাখছে দিল্লি (Delhi)। পাকিস্তানের সঙ্গে সখ্যতার মাঝেই এবার ফের ভারত নিয়ে মন্তব্য করল বাংলাদেশ। জেনারেল ওয়াকার-উজ-জামান সম্প্রতি বাংলাদেশের একটি জনপ্রিয় পত্রিকার মুখোমুখি হন। সেখানে তিনি বলেন, ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী বাংলাদেশের। ভারতের উপর বাংলাদেশ অনেক বিষয়ে নির্ভরশীল। তেমনি বাংলাদেশেও ভারতের বহু মানুষ কাজ করেন বলে দাবি সে দেশের সেনা প্রধানের।

আরও পড়ুন: Bangladesh: বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী জেলবন্দি চিন্ময়কৃষ্ণ দাসকে নিয়ে বড় খবর, দেখুন ইসকনের 'প্রভুর' কী হল

ওয়াকার-উজ-জামান আরও বলেন, বাংলাদেশ থেকে বহু মানুষ ভারতে যান চিকিৎসা করাতে। তেমনি ভারত থেকে অনেক জিনিসপত্র বাংলাদেশে আসে। তাই বাংলাদেশ যাতে স্থিতিশীল হয়, সে বিষয়ে ভারতের আগ্রহ রয়েছে। তাই বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল না হলে, ভারতের সঙ্গে সম্পর্ক টালমাটাল হবে বলে মন্তব্য করেন সেনা প্রধান জামান। ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের এই মুহূর্ত গিভ অ্যান্ড টেক অর্থাৎ দেওয়া-নেওয়ার সম্পর্ক বর্তমান বলেও মন্তব্য করেন ওয়াকার-উজ-জামান।

গত বছর অগাস্ট মাসে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়েন প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে। বাংলাদেশ থেকে দিল্লিতে উড়ে আসেন তিনি। সেই থেকে ভারতের আশ্রয়েই রয়েছেন শেখ হাসিনা।