ঢাকা, ২ জানুয়ারি: ফের বিপাকে চিন্ময়কৃষ্ণ দাস। ইসকনের (ISKCON) সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস (Chinmoy Krishna Das) এবারেও জামিন পেলেন না। ফলে আপাতত তাঁকেই জেলেই দিন কাটাতে হচ্ছে। বৃহস্পতিবার কড়া নিরাপত্তার মোড়কে আদালতে তোলা হয় চিন্ময়কৃষ্ণকে। কড়া নিরাপত্তার ঘেরাটোপে চট্টগ্রাম আদালতে তোলা হয় এই হিন্দু সন্ন্যাসীকে। চট্টগ্রাম আদালতের বিচারক মহম্মদ সাইফুল ইসলাম চিন্ময়কৃষ্ণের জামিনের আবেদন নাকচ করে দেন। চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে যে হাইপ্রোফাইল মামলা দায়ের করা হয়, তা নিয়ে গোটা বাংলাদেশ জুড়ে জোর চর্চা শুরু হয়। তবে চিন্ময়কৃষ্ণ এবারেও জামিন পাননি, শত জল্পনার মাঝেও।
প্রসঙ্গত বুধবার জানা যায়, চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী মামলা আদালতে ওঠার আগেে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে কলকাতার (Kolkata) এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। বাংলাদেশের (Bangladesh) কোনও আইনজীবী চিন্ময়কৃষ্ণের হয়ে লড়াই করতে চাননি। ফলে কলকাতা থেকে ওই আইনজীবী লড়বেন বললেও, শেষ পর্যন্ত ফলপ্রসূ হয়নি বলেই খবর।