অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন পঞ্চম টেস্টে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) 'বিশ্রাম' দেওয়া হতে পারে বলে জানা গেছে। সূত্রের খবর, রোহিতের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব নেবেন ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। চলতি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে রোহিত কঠিন সময় কাটাচ্ছেন, তিন ম্যাচে মাত্র ৩১ রান করতে পেরেছেন তিনি। দ্বিতীয় সন্তানের জন্মের পর পরিবারের সঙ্গে থাকার জন্য প্রথম টেস্ট মিস করেন। তবে দলে যোগ দেওয়ার পর থেকে তিনি তার ফর্ম খুঁজে পেতে এবং উল্লেখযোগ্য ইনিংস উপহার দিতে ব্যর্থ হয়েছেন। জসপ্রীত বুমরাহ এর আগে পার্থে প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন, যেখানে ভারত ২৯৫ রানের বিশাল ব্যবধানে জিতেছিল। রোহিত সম্ভবত ফাইনাল ম্যাচ মিস করার সম্ভাবনা রয়েছে তাই বুমরাহ ফের দায়িত্ব নিতে চলেছেন। Will Rohit Sharma Play in Sydney? সিডনি টেস্টে বাদ পড়বেন রোহিত শর্মা? প্রেস কনফেরন্সে ইঙ্গিত কোচ গম্ভীরের
সিডনি টেস্ট থেকে সরে দাঁড়ালেন রোহিত শর্মা!
JUST IN
India's selection drama reaches fever pitch just hours out from the SCG Test >> https://t.co/f6enOjaslX #AUSvIND pic.twitter.com/NbVWxnWTDJ
— Fox Cricket (@FoxCricket) January 2, 2025
ভারতের হয়ে ৬৭টি টেস্ট খেলা রোহিতকে হয়তো টেস্টে দেখা যাবে না, এরকম গুঞ্জনও উঠছে। আগামীকাল রোহিতের পরিবর্তে তিন নম্বরে ব্যাট করবেন শুভমন গিল। কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়াল সিরিজের শেষ ম্যাচে ওপেনিং স্লটে দেখা যাবে। সিডনিতে টেস্ট ম্যাচের আগে ভারতের চূড়ান্ত অনুশীলন সেশনে রোহিত শর্মা কেবল কিছুক্ষণের জন্য উপস্থিতি ছিলেন। বড় ম্যাচের আগে আজকে রোহিতকে হেড কোচ গৌতম গম্ভীর, বুমরাহ-সহ কোচদের সঙ্গে বেশি কথা বলতে দেখা গিয়েছে। বিরাট কোহলি, শুভমন গিল, লোকেশ রাহুল এবং যশস্বী জয়সওয়ালের মতো সতীর্থদের প্রথম ব্যাচের সঙ্গে নেটে অনুশীলন করেননি তিনি। এদিকে পঞ্চম ও শেষ টেস্টে ফাস্ট বোলার আকাশদীপকে দলে নেয়নি ভারত। আকাশের পরিবর্তে প্রসিদ্ধ কৃষ্ণ বা হর্ষিত রানা খেলবেন।