নয়াদিল্লিঃ মদ্যপ(Drunk) অবস্থায় বিদ্যুতের(Electric War) তারের উপর ঘুম। ভাইরাল ভিডিয়ো (Viral Video)ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া(Social Media)। হ্যাঁ, সম্প্রতি এরকমই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, বিদ্যুতের তারের উপর শুয়ে দিব্যি ঘুমাচ্ছেন এক যুবক। ওই ব্যক্তির কাণ্ড দেখে ছুটে আসেন পথচলতি মানুষ। ডাকাডাকি শুরু করেন। তবে তাতে ঘুম ভাঙেনি ওই যুবকের।
ভাইরাল মত্ত যুবকের কীর্তি
বিদ্যুতের খুঁটি থেকে তাঁকে নামানোর চেষ্টা শুরু করেন স্থানীয়রা। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ভয়ে নীচ থেকে বিদ্যতের লাইন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন স্থানীয়রা। জানা গিয়েছে, ঘটনাটি অন্ধ্রপ্রদেশের মান্যম জেলার। দীর্ঘক্ষণের চেষ্টায় অবশেষে স্থানীয় বাসিন্দারাই তাঁকে ওই বিদ্যুতের তার থেকে সাবধানে নামায়। সেই সময়ও কার্যত হুঁশ ছিল না ওই যুবকের। সোশ্যাল মিডিয়ায় যুবকের কীর্তি ভাইরাল হতেই গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ওই যুবকের নাম এবং পরিচয় এখনও জানা যায়নি।
মদ্যপ অবস্থায় বিদ্যতের তারের পর ঘুম, ভাইরাল ভিডিয়ো
మద్యం మత్తులో కరెంట్ తీగలపై పడుకున్నాడు
మన్యం జిల్లా పాలకొండ మండలం ఎం.సింగిపురంలో గ్రామస్థులను హడలెత్తించిన ఓ తాగుబోతు
మద్యం మత్తులో కరెంటు స్తంభంపైకి ఎక్కుతుండటంతో చూసిన పలువురు వెంటనే ట్రాన్స్ ఫార్మర్ ఆపేశారు
అతను ఆగకుండా పైకి వెళ్లి ఏకంగా విద్యుత్ తీగలపైనే పడుకున్నాడు.… pic.twitter.com/0p7xLgvEm6
— Telugu Scribe (@TeluguScribe) December 31, 2024