আদালতের কাজ সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতি হামলার সম্মুখীন বিজেপি নেতা কৌস্তভ বাগচী (Kaustav Bagchi)। জানা যাচ্ছে, কামারহাটি পুরসভার বেলঘরিয়ার রথতলা এলাকায় তাঁর গাড়ির ওপর হামলা চালায় দুই অজ্ঞাত পরিচয়ের যুবক। যদিও কেন এই হামলা করা হল সেই বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা না গেলেও বিজেপি নেতা সরাসরি তৃণমূলের ওপরেই দোষারোপ করছেন। ঘটনার পর গাড়ি নিয়েই সোজা বেলঘরিয়া থানায় পৌঁছেছিলেন কৌস্তভ। অভিযোগ, প্রথমে তাঁর অভিযোগ নিতে অস্বীকার করা হলেও পরে জেনারেল ডায়েরি নেওয়া হয়।

জানা যাচ্ছে, এদিন বাড়ি ফেরার পথে বিকেল ৫টা ১৫ নাগাদ রথতলায় একটি বাইকে চেপে দুই যুবক কৌস্তভের গাড়ির পাশে চলে আসে। যদিও সেই সময় গাড়ির মধ্যে তন্দ্রাচ্ছন্ন ছিলেন তিনি। তবে গাড়ির চালকের চিৎকারে তাঁর ঘুম ভেঙে যায়। এবং চোখ খুলে দেখেন বাইকে বসে থাকা এক যুবকের হাতে ছুরি রয়েছে। গাড়ি থেকে নেমে সেই বাইকের পিছু ধাওয়া করার চেষ্টা করেন কৌস্তভ, কিন্তু নিরাপত্তারক্ষীরা তাঁকে আটকে দেয়। আর তারপরেই গাড়ি নিয়ে থানায় চলে যান বিজেপি নেতা।

কৌস্তভ জানান, প্রথমে থানায় কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। তারপর পুলিশ আধিকারিককে সমস্ত বিষয়টি খুলে বলেন। প্রথমে থানায় এফআইআর নিতে না চাইলেও পরে জেনারেল ডায়েরি করতে পারেন তিনি। যদিও এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এমনকী পুরো বিষয়টি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও জানান কৌস্তভ।