রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের অবাধ যাতায়াত নিয়ে বিএসএফের ওপরেই অভিযোগের আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আর তাঁর এই মন্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সমালোচনা তো করেছেন। এছাড়া কংগ্রেসও এর চরম বিরোধীতা করেছেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) বলেন, আমরা সকলেই আলাদা আলাদা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। তবে কখনই বিএসএফের ওপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করিনি। আমাদের অবশ্যই নিরাপত্তা বাহিনীকে সম্মান জানানো উচিত। তাঁরা ৪ হাজার কিলোমাটার সীমান্তের নিরাপত্তার দায়িত্বে রয়েছে, তাঁদের নিয়ে রাজনীতি করা উচিত নয়। মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যের বিরোধীতা করা হচ্ছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী বাংলায় বাংলাদেশি অনুপ্রবেশকারী ও জঙ্গিদের বারবারন্ত হওয়ার প্রসঙ্গে মন্তব্য করেছেন। তাঁর মতে, বাংলায় জঙ্গি ঢোকাচ্ছে বিএসএফ। সিতাই. ইসলামপুর, চোপড়া সহ একাধিক সীমান্ত এলাকা দিয়ে বিএসএফ গুন্ডা ঢোকাচ্ছে। তাঁরাই এই রাজ্যে এসে হামলা করে চলে যাচ্ছে। এর পেছনে কেন্দ্রের মদত রয়েছে। একটা ব্লুপ্রিন্ট রয়েছে। না হলে এরকম হয় না। সীমান্তে পাহাড়া দেওয়া তৃণমূলের কাজ নয়। সীমান্তের দায়িত্বে বিএসএফ-ই রয়েছে। এই নিয়ে প্রতিবাদ করা উচিত।
#WATCH | Murshidabad: On West Bengal CM Mamata Banerjee's statement, Congress leader Adhir Ranjan Chowdhury says, "One may be from any party but the way allegations are being made against the BSF by a CM of a state, it is irresponsible of her... We should respect your security… pic.twitter.com/Zgg2SiAsxe
— ANI (@ANI) January 2, 2025