Arrested (Photo Credit: Pixabay)

চেন্নাই, ২ জানুয়ারি: ছাত্রের সঙ্গে পালাল শিক্ষিকা। ১৫ বছরের ছাত্রের সঙ্গে ২২ বছরের শিক্ষকের পালানোর ঘটনা জুড়ে চাঞ্চল্য ছড়াতেই নতুন খবর প্রকাশ্যে আসে। জানা যায়, এই প্রথম নয়। এর আগেও একবার ওই শিক্ষিকা ছাত্রের সঙ্গে পালিয়ে যায়। পুদুচেরিতে গত ১৬ ডিসেম্বর এমন একটি খবর প্রকাশ্যে আসে। যখন ওই ছাত্রের মা পুলিশের দ্বারস্থ হন। ছাত্রের মায়ের অভিযোগ, তাঁর ছেলে টিউশন পড়তে গিয়ে আর বাড়িতে ফেরেনি। ছেলে কোথায় গিয়েছে, সেই চিন্তায় মগ্ন মা সোজা শিক্ষিকার বাড়িতে চলে যান। ছাত্রের মায়ের অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করে।

এরপর পুলিশ ওই শিক্ষিকার বোনের সঙ্গে হারিয়ে যাওয়া ছাত্র রয়েছে বলে খোঁজ পায়। এরপর ওই ছাত্রের মা অভিযোগ প্রত্যাহার করে নেন। সেই সঙ্গে শিক্ষকের পরিবারের সঙ্গে তিনি বিষয়টি মিটমাটও করে নেন। ওই ঘটনার পরে ফের ওই ছাত্র বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। এরপর ফের ওই ছাত্রের মা পুলিশের দ্বারস্থ হন এবং নতুন করে অভিযোগ দায়ের করেন।

পুলিশ খোঁজ চালিয়ে ওই ছাত্রকে তাঁর শিক্ষিকা এবং তাঁর পুরুষ বন্ধুর সঙ্গে খুঁজে পায় এবং উদ্ধার করে। পুলিশ ওই শিক্ষিকা এবং তার পুরুষ বন্ধুর বিরুদ্ধে পকসো আইনে অভিযোগ দায়ের করে। কী কারণে ওই শিক্ষিকা এবং তার পুরুষ বন্ধুর সঙ্গে নবম শ্রেণির ছাত্র পালিয়ে যায়, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।