Photo Credits: ANI

কলকাতা, ২১ জানুয়ারি: রাত পোহালেই অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে অযোধ্যায় রাম মন্দিরে রামলাল্লার প্রাণপ্রতিষ্ঠা হতে চলেছে। অযোধ্যায় হতে চলা রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানকে বিজেপি রাজনৈতিক প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে সেখা যাচ্ছে না কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, ডিএমকে, এনসিপি (শরদ পাওয়ার) সহ INDIA-জোটের দলগুলি।

রাম মন্দির উদ্বোধনের আগে সোশ্যাল মিডিয়া পোস্টে তৃণমূল সাংসদ তথা দলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্য়োপাধ্যায় লিখলেন, "আমার ধর্ম আমায় এমন কোনও ধর্মীয় স্থান, সেটা মন্দির, মসজিদ, চার্চ বা গুরুদুয়ারা- যাই হোক, সেটা যদি ঘৃণা, হিংসা এবং অসহায় মানুষের মৃতদেহের বিনিময়ে বা তার ওপর তৈরি হয় সেই ধর্মীয় স্থানকে স্বীকার ও গ্রহণ করতে শেখায় না।"আরও পড়ুন-আর কয়েক ঘণ্টার অপেক্ষা, প্রাণ প্রতিষ্ঠার আগে শেষ সন্ধ্যায় আলোর মেলা রাম মন্দির জুড়ে

দেখুন বার্তাটি

এদিকে, আগামিকাল, সোমবার রাম মন্দির উদ্বোধনের দিনেই কলকাতায় সর্বধর্ম সম্বন্বয়ের সংহতি মিছিলের আয়োজন করছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, "কালীঘাটে মা কালীকে ছুঁয়ে, মন্দির, মসজিদ গুরুদ্বার, গির্জা সবকিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা ব়্যালি করব। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব়্যালিটা করব। যাঁরা শুভানুধ্যায়ি, সাধারণ মানুষ তাঁরাও আসতে পারেন সংহতি মিছিলে। প্রতিটি জেলা, ব্লকে ব্লকে বেলায় ৩টেয় সম্প্রীতি মিছিল হবে। এটা আমার দলের কর্মসূচি।" কালীঘাটে পুজো দিয়ে তিনি সোমবার কলকাতার বুকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করবেন। মিছিল শেষে পার্ক সার্কাসে জনসভাও করবেন মমতা।