Ukraine President Zelensky(Photo Credit: X)

নয়াদিল্লিঃ ৩০ দিনের জন্য যুদ্ধবিরতি। মস্কোর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মতি ইউক্রেনের(Ukraine)। আর তাতেই পট পরিবর্তন মার্কিন(America) প্রেসিডেন্টের। ইউক্রেনকে ফের সামরিক সাহায্য জোগাবে আমেরিকা। জানা গিয়েছে, সৌদি আরবের জেড্ডায় একটি বৈঠকে বসেছিলেন দুই দেশের প্রতিনিধিরা। এই বৈঠকে হাজির ছিলেন ইউক্রেন প্রেসিডেন্ট জ়েলেনস্কির অন্যতম ঘনিষ্ঠ আন্দ্রে ইয়ারম্যাক। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের তরফে ছিলেন ইউএস সেক্রেটারি মার্কো রুবিও এবং নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টস। তবে এই বৈঠকে অংশ নেননি ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। সৌদি আরবে উপস্থিত থাকলেও এই বৈঠকে হাজির ছিলেন না তিনি। যদিও প্রিন্স মহম্মদ বিন সুলেমানের সঙ্গে সাক্ষাৎ করতে দেখা গিয়েছে ইউক্রেন প্রেসিডেন্টকে।

 ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইউক্রেন

মঙ্গলবার ইউক্রেন ও মার্কিন প্রতিনিধিদের বৈঠকের পর একটি যৌথ বিবৃতিও প্রকাশ করা হয়। এই বিবৃতিতে বলা হয়, ‘আমেরিকার প্রস্তাব মতোই ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে ইউক্রেন। দুই পক্ষের অভ্যন্তরীণ সিদ্ধান্তের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" তবে এও গিয়েছে, গোটা বিষয়টির বাস্তবায়ন রাশিয়ান ফেডারশনের সিদ্ধান্তের উপরই নির্ভরশীল। সূত্রের খবর, যুদ্ধ বিরতিতে ইউক্রেন সম্মতি জানালেও রাশিয়ার তরফে এখনও গ্রিন সিগন্যাল মেলেনি। তবে রাশিয়ানরা যুদ্ধবিরতিতে সম্মত হবে বলে আশা করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

যুদ্ধবিরতিতে সম্মতি ইউক্রেনের, পট পরিবর্তন আমেরিকার