
নয়াদিল্লিঃ রিলসের(Reels) নেশায় বুঁদ বর্তমান প্রজন্ম। আর এবার এই রিলসের নেশাই কাড়ল প্রাণ। রিলস বানাতে গিয়ে দুর্ঘটনার(Accident) কবলে পড়ে মৃত্যু দুই বাইকআরোহীর। দু'টি বাইকের মুখোমুখি সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই যুবকের। ঘটনাটি ঘটছে, উত্তরপ্রদেশের বুদাউনের বিসউলি কোতয়ালি এলাকার আসাফপুর রোডে। মৃত দুই যুবকের নাম নেকপাল(২২) এবং অমর প্রতাপ(২৪)। জানা গিয়েছে, নেকপাল ফৌজগঞ্জ বেহতা এলাকার সান্দোলা গ্রামের বাসিন্দা। এদিন আসাফপুর থেকে নিজের গ্রামে ফিরছিলেন তিনি। পথে এই ঘটনা ঘটে। অন্যদিকে অমর প্রতাপ কাউরেরা গ্রামের বাসিন্দা। বাইকের হ্যান্ডেলে মোবাইল ফোন রেখে রল ভিডিয়ো শুট করছিলেন তিনি। প্রতক্ষ্যদর্শীদের দাবি, নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে আসা মোটরসাইকেলে ধাক্কা মারেন তিনি। দু'টি মোটরসাইকেলের সংঘর্ষের জেরে এই ঘটনা ঘটে।
রিলস বানাতে গিয়ে মৃত্যু যুবকের
বুদাউনের ভারপ্রাপ্ত পুলিশ সুপারিন্টেনডেন্ট কে কে সরোজ বলেন, "বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই যুবকের। বাইক চালাতে চালাতে রিলস ভিডিয়ো শুট করছিলেন এক বাইকআরোহী। রিলসে মগ্ন থাকার কারণে সামনে থেকে আসা বাইককে লক্ষ্য করেননি। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বাইকআরোহীর।" অন্যদিকে, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
রিলস বানাতে গিয়ে চরম পরিণতি, দুর্ঘটনায় মৃত্যু ২ যুবকের
Budaun: 2 Killed in Collision Between 2 Motorcycles While Shooting Reel in Uttar Pradeshhttps://t.co/SvcMCyymgx#Budaun #UttarPradesh #Reel #RoadAccident
— LatestLY (@latestly) March 11, 2025