
নয়াদিল্লিঃ বর্তমানে সোশ্যাল মিডিয়ার(Social Media) যুগে রিলস(Reels) ভিডিয়োয়(Video) চোখ রাখেন কমবেশি সকলেই। অনেক সময়ই সোশ্যাল মিডিয়া খুললে চোখে পড়ে এক ধরনের ভিডিয়ো। যাতে দেখা যায় সামনে এক থালা খাবার সাজিয়ে খাচ্ছেন কনটেন্ট ক্রিয়েটর। সেই খাবারের পরিমাণ খুব কম নয়। লক্ষ্য করলে দেখা যাবে, এই ভিডিয়োগুলিতে যেভাবে খাওয়া-দাওয়া দেখানো হয় তা অস্বাভাবিক বলেই বিবেচিত হয়। আর এই ধরনের ভিডিয়োর জন্য সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত ছিলেন এফেকান কুল্টুর নামে এক ব্যক্তি। মূলত সোশ্যাল মিডিয়া 'টিকটক'-এ বেশ জনপ্রিয়তা লাভ করেন তিনি।
প্রয়াত জনপ্রিয় টিকটকার এফেকান কুল্টুর
অতিরিক্ত খাবার খাওয়ার ভিডিয়ো বানাতেন তিনি। আর এই অতিরিক্ত ভক্ষণই কাড়ল প্রাণ। মাত্র ২৪ বছর বয়সে স্থূলতার কারণে মৃত্যু হল তাঁর। চিকিৎসকদের মতে, অতিরিক্ত ওজন বেড়ে যাওয়ায় বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। শরীর এতটাই ভারী হয়ে গিয়েছিল যে একা হাঁটাচলাও করতে পারতেন না তিনি। গত ৭ মার্চ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শেষপর্যন্ত জীবনের লড়াইয়ে হার মানেন কুল্টুর। প্রিয় কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যুতে শোকার ছায়া নেটপাড়ায়।
মাত্র ২৪ বছরেই মৃত্যু জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের
Extreme eater TikTok star famous for his ‘mukbang’ videos dies at 24 from obesity-related issueshttps://t.co/rVaAHqWZKi
— Hindustan Times (@htTweets) March 12, 2025