উদ্ধার অভিযান (ছবিঃX)

নয়াদিল্লিঃ বালুচিস্তানে(Balochistan) হাইজ্যাক(Hijacked) হয়ে যাওয়া ট্রেন থেকে ১০৪ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করল পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। সেই সঙ্গে গুলির লড়াইয়ে অন্তত ১৬ জন মাওবাদী নিহত হয়েছে বলে জানিয়েছে সরকার। মঙ্গলবার, দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারগামী একটি ট্রেনে হাইজ্যাক করে আতঙ্কবাদীরা। জানা গিয়েছে, ট্রেনটি বালুচিস্তানের কোয়েট্টা থেকে ট্রেনটি খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারে যাচ্ছিল। লন্ত ট্রেন লক্ষ্য করে চালানো হয় গুলি। ট্রেন হাইজ্যাকের কথা স্বীকার করেছে বালুচ লিবারেশন আর্মি। একটি বিবৃতি দিয়ে জানানো হয়, হাইজ্যাক করা ট্রেনের যাত্রীরা তাদের হেফাজতে বন্দি রয়েছেন।

১০৪ জন বন্দি যাত্রীকে উদ্ধার করল পাক সেনা

এরপরই ওই বন্দি যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসে পাক নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের সঙ্গে চলে গুলির লড়াই। তীব্র গুলির লড়াইয়ের পর ১০৪ জন যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন পাক সেনারা। যদিও ওই ট্রেনে মোট কতজন যাত্রী ছিলেন তা এখনও নিশ্চিত নয়। বালুচিস্তান লিবারেশন আর্মি সংগঠন বিবৃতিতে আরও জানায়, মাশকাফ, ধাদর, বোলান এলাকায় রেললাইনে একের পর এক বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের জেরে রেললাইনে ফাটল ধরায় থামতে বাধ্য হয় জাফফর এক্সপ্রেস । ট্রেন মাঝপথে থেমে গেলে জঙ্গিদল ট্রেনটির দখল নেয়। অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই অপারেশন চালানো হয়েছে বলে মত বিশেষজ্ঞদের। জঙ্গিদের দাবি, এই অভিযানে নিহত হয়েছেন ৩০ জন পাক সেনা। প্রসঙ্গত, বালুচ লিবারেশন আর্মি বা বিএলএ হল বালুচিস্তানের একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন। যারা স্বাধীন রাষ্ট্র গঠনের লড়াই চালিয়ে যাচ্ছে কয়েক যুগ ধরে।

বালুচিস্তানে হাইজ্যাক হয়ে যাওয়া ট্রেনের ১০৪ জন যাত্রীকে উদ্ধার পাক সেনার