Tapasi Mondol MLA of Haldia joined TMC. (Photo Credits: X@TheEnigmous)

কলকাতা, ১০ মার্চ: বঙ্গ বিজেপিতে ভাঙন অব্যাহত। এবার খোদ শুভেন্দু অধিকারী গড়ে বিধায়ককে হারাল পদ্ম শিবির। সাংসদ অভিজিত গঙ্গোপাধ্যায়ের কেন্দ্রের বিধায়ক তৃণমূলে যোগ দিলেন। বিধানসভা ভোটের বছরখানেক আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল (Tapasi Mondol )। দাপুটে নেত্রী তাপসীকে হাতছাড়া হওয়ায় শুভেন্দু অধিকারী গড়ে বড় ধাক্কা খেল বিজেপি। অন্যদিকে, সিপিএম, বিজেপি ঘুরে এবার তৃণমূলে এলেন হলদিয়ার দাপুটে নেত্রী তাপসী। এর ফলে চার বছরের মধ্যে বাংলায় ঠিক এক ডজন বিধায়ককে হারাল গেরুয়া শিবির।

সিপিএমের বিধায়ক ছিলেন, তারপর বিজেপির বিধায়ক হন, এবার তৃণমূলের হয়ে দাঁড়াতে পারেন হলদিয়ার দাপুটে নেত্রী

২০১৬ বিধানসভায় হলদিয়া আসনে সিপিআইএমের কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোটে দাঁড়িয়ে তৃণমূলের মধুরিমা মণ্ডলকে ২২ হাজার ভোটে হারিয়েছিলেন তাপসী মণ্ডল। ২০১১-তে এই আসনটি ছিল তৃণমূলের দখলে। এরপর সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে হলদিয়া থেকে বিজেপির হয়ে ভোটে দাঁড়ান তিনি। রাজ্যজুড়ে মমতার ঝড়ের মাঝে ব্যক্তিগত ক্যারিশ্মা আর শুভেন্দু অধিকারীর সংগঠনের জাদুতে পদ্মপ্রতীকে হলদিয়া বিধানসভায় তৃণমূলের স্বপন নস্করকে ১৫ হাজার ভোটে হারিয়ে দ্বিতীয়বার বিধায়ক হন। গত বছর লোকসভা ভোটে তমলুকে বিজেপির অবসরপ্রাপ্ত বিচারপতি প্রার্থী অবিজিত গঙ্গোপাধ্যায়ের জয়ের পিছনে তাপসীর হলদিয়ার বড় অবদান ছিল।

তৃণমূলে এসে বিজেপির বিরুদ্ধে লড়ার বার্তা তাপসীর

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়ে তাপসীর মুখে শোনা গেল বিজেপি নিয়ে হতাশার কথা। বঙ্গ বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা ৬৫-তে নেমে গেল। যেখানে ২০২১ বিধানসভায় বিজেপি বাংলায় ৭৭টি আসনে জিতেছিল। গত চার বছরে একের পর এক বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। গত বছর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া দুই বিধায়ক- সত্যজিত বিশ্বাস ও কৃষ্ণ কল্যাণী উপনির্বাচনে জিতেছেন।

২০২১ বিধানসভা ভোটে তমলুক লোকসভার সাত কেন্দ্রে কারা জিতেছিল

তৃণমূল জিতেছিল (৪টি)- তমলুক (সৌমেন মহাপাত্র), পাঁশকুড়া পূর্ব (বিপ্লব রায়) , নন্দকুমার (সুকুমার দে) ও মহিষাদল (তিলক চক্রবর্তী)।

বিজেপি জিতেছিল (৩টি)- নন্দীগ্রাম (শুভেন্দু অধিকারী), ময়না (অশোক দিন্দা) ও হলদিয়া (তাপসী মণ্ডল)