Coca-Cola (Photo Credit: Wikipedia)

ফের একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এল। এবার মিচিগান বিশ্ববিদ্যালয়ের তরফে একটি গবেষণা করা হয়। সেই গবেষণায় জানানো হয়েছে, কোকাকোলার (Coca-Cola) প্রত্যেকটি ক্যান, আপনার জীবন থেকে ১২ মিনিট করে সময় ছিনিয়ে নিচ্ছে। অর্থাৎ একদিন আপনি যতগুলি কোকাকোলা গলায় ঢালবেন, ঠিক ততগুলি ক্যান সমান ১২ মিনিট করে আপনার জীবন থেকে বিয়োগ হতে শুরু করবে। মিচিগান বিশ্ববিদ্যালয়ের ওই গবেষণা প্রকাশ্যে আসতেই তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। (এই তথ্য ডেইলি লাউড নামের একটি পেজ থেকে নেওয়া)। প্রসঙ্গত সিগারেটের বিষয়েও সম্প্রতি এমনই একটি গবেষণা প্রকাশ্য আসে। যেখানে জানানো হয়, এক একটি সিগারেট আপনার প্রিয় পুরুষের জীবন থেকে ১৭ মিনিট এবং মহিলাদের জীবন থেকে ২২ মিনিট করে সময় কেড়ে নিচ্ছে। সিগারেটের পর এবার কোকাকোলা নিয়ে ভয়ঙ্কর তথ্য সামনে এল।

আরও পড়ুন: Cigarette: সাবধান, একটি সিগারেট গিলে খাচ্ছে ২০ মিনিট, প্রত্যেকবার ধূমপানে ক্ষয় ধরছে আপনার জীবনে

কোকাকোলা নিয়ে মিচিগান বিশ্ববিদ্যালয়ের গবেষমা কী জানাল দেখুন...