মালদায় কাউন্সিলর খুনের ঘটনার কয়েকঘন্টার মধ্যেই গ্রেফতার দুই অভিযুক্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) নির্দেশের পরেই আটক করা হল দুজনকে। ধৃতদের মধ্যে একজন বিহারের বাসিন্দা এবং অপরজন মালদার ইংরেজবাজারের বাসিন্দা। যদিও বাকি অভিযুক্তরা এখনও অধরা। যদিও কেন খুন করা হল সেই বিষয়টি এখনও জানা যায়নি। ঘটনার পর থেকেই মালদার পুলিশ কার্যত অ্যাকশন মোডে নেমেছে। ঘন্টাখানেকের মধ্যেই জেলার মধ্যে থেকেই গ্রেফতার হয়েছে দুই অভিযুক্ত। এই ঘটনার পরেই মালদা পুলিশের উপর ক্ষোভপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই সক্রিয় হয়ে উঠল মালদা পুলিশ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে ইংরেজবাজার পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুলাল সরকার ঝলঝলিয়ার মাতাল মোড়ে দাঁড়িয়েছিলেন। সেখানেই তার ওপর হামলা চালায় চার দুষ্কৃতি। দুটি বাইকে করে তাঁর সামনে এসে বন্দুক নিয়ে হামলা চালায়। প্রাণরক্ষার জন্য দুলাল সরকার স্থানীয় একটি দোকানে ঢুকে পড়লেও শেষরক্ষা হয়নি। দোকানের মধ্যে গিয়ে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে তাঁর ওপর গুলি করে দুষ্কৃতিরা। একটি গুলি মাথায় লাগে। আর তাতেই মৃত্যু হয় তৃণমূল কাউন্সিলরের।
এই ঘটনার পরেই মালদায় যায় তৃণমূলের প্রতিনিধি দল। নেতৃত্ব দেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি মালদায় পৌঁছে জানান, একজন জনপ্রিয় পরোপোকারী নেতাকে এভাবে খুন করা হল। এটা আমরা কোনওভাবেই মেনে নিতে পারব না। আমরা পরিবারের সঙ্গে দেখা করেছি। ওনাদের পাশে আছি। শার্প শুটার হোক বা যেই হোক না কেন অপরাধীদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।