কলকাতা, ৪ জুন: সম্ভবত জীবনের কঠিনতম ভোট পরীক্ষায় লেটার মার্কস পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব শঙ্কাকে দূরে ঠেলে বাংলায় জিতলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর রাজনৈতিক জীবনের অন্যতম কঠিন ভোটে জিতে দেখালেন মমতা। নির্বাচন চলাকালীন আদালতে একের পর ধাক্কা, ইডি- সিবিআইয়ের চাপ, নেতা-মন্ত্রীর জেলে থাকা, সন্দেশখালি নিয়ে বিরোধীদের দেশব্যাপী আন্দোলন, প্রধানমন্ত্রী-কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপির হেভিওয়েট নেতা-মন্ত্রী হাইপ্রোফাইল প্রচার। তার ওপর আবার এক্সিট পোলে তৃণমূলকে কার্যত মুছে দেওয়া। এই এতগুলো ফ্য়াক্টারকে ছুড়ে ফেলে শেষ হাসি হাসলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। এই বয়সেও প্রচারে বড় পরিশ্রম, সঠিক প্রার্থী বেছে, সংগঠনকে দারুণ সাজিয়ে বিজেপিকে বাংলায় একেবারে কোণঠাসা করে দিলেন মমতা। মমতা যদি দিনের শেষে গোটা দেশের বিচারে 'ম্যান অফ দি সিরিজ' হন,তাহলে রাজ্যে 'ম্যান অফ দি ম্যাচ' অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে ৭ লক্ষ ভোটের রেকর্ড ব্যবধানে জেতাই নয়, অভিষেক দলের সংগঠনকে দারুণভাবে গুছিয়ে নেন। লোকসভা আসন, বিধানসভা কেন্দ্র, ওয়ার্ড বা অঞ্চল ধরে ধরে নেতা বেছে সংগঠন সাজানোর পাশাপাশি অভিষেক সবচেয়ে বেশী জোর দেন প্রার্থী বাছাই। যার সুফল পেল কোচবিহারের মত কঠিন আসনে জয় পেল তৃণমূল। অধীর গড়ে অবশেষে জয়টাও তৃপ্তি দেবে মমতাকে।
লোকসভায় মোদীর বিরুদ্ধে সুর চড়ানো মহুয়া মৈত্র-র বিরুদ্ধে অনেক অভিযোগ উঠলেও দল কখনও তার পিছন থেকে সরে যায়নি। সেই সুফলও এবারের লোকসভায় পেল তৃণমূল। গত লোকসভার ভুলগুলো এবার একেবারে করেনি তৃণমূল। গোটা দেশের রাজনীতির চেয়েও বাংলার মাটি কামড়ে পড়ে থেকে সুফল পেলেন দিদি। দামি গাড়ি চড়ে নয়, পা হেঁটেই এই বয়েসে প্রচার করে জনতার আশীর্বাদ পেলেন মমতা। বাংলা বিরোধীদের বিসর্জন স্লোগানকে সামনে নিয়ে লড়ে এবারের লোকসভা ভোটকে রাজ্য়ের মধ্যে আটকে রাখার সুফল পেল দিদির দল।
২০২৪ লোকসভা নির্বাচনে জয়টা আর দু বছর পর রাজ্যে বিধানসভা নির্বাচনে তৃণমূলের কাজটা অনেকটা সহজ করে দিল। দিদির আরও সুবিধা হল, গোটা দেশে বিজেপির দুর্বল হয়ে যাওয়া। উত্তর প্রদেশ, মহারাষ্ট্র রাজস্থান, হরিয়ানায় দুর্বল হয়েছে বিজেপি। দেশে ক্ষমতা ধরে রাখলে সম্ভবত আর নিজের দলের জোরে দেশের সিংহাসনে বসছেন না মোদী। এটা বড় চাপ হয়ে গেল বিজেপির।
কোন কোন আসনে জিতে গিয়েছে তৃণমূল
ডায়মন্ড হারবার, যাদবপুর, মথুরাপুর, জয়নগর, আসানসোল, ঘাটাল, কোচবিহার, বহরমপুর, বসিরহাট।
কোন কোন আসনে এগিয়ে তৃণমূল
কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর, দমদম, ব্যারাকপুর, বারাসত, হাওড়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম (এসটি), মেদিনীপুর, হুগলি, শ্রীরামপুর, উলুবেড়িয়া, ব্যারাকপুর, আরামবাগ, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, জঙ্গিপুর, মুর্শিদাবাদ।
কোন কোন আসনে জিতে গিয়েছে বিজেপি
রানাঘাট
কোন কোন আসনে এগিয়ে বিজেপি
পুরুলিয়া, বিষ্ণুপুর (এসসি), তমলুক, কাঁথি, বনগাঁ, মালদা (উত্তর), আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং।
কোন আসনে জয়ী কংগ্রেস
মালদা দক্ষিণ।