West Bengal Weather Update: কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে যা পূর্বাভাস দিল হাওয়া অফিস
বৃষ্টি চলবে। (Photo Credits: Wikimedia)

কলকাতা, ১২ সেপ্টেম্বর: চলতি বর্ষায় বৃষ্টির অপেক্ষায় কলকাতা (Kolkata)-কে চাতক পাখির মত অপেক্ষা করিয়েছে বর্ষা (Monsoon)। বেশ কয়েক দিন পরে বৃষ্টি শুরু হওয়ার পর, এখন বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। এবার কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে বড় পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানালে ভারি বৃষ্টি হবে না। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত বৃষ্টি চলবে। শহরতলী সহ কলকাতায় মাঝারি বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাস। বৃষ্টির কারণ বর্তমানে মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের ওপর অবস্থান করছে একটি নিম্নচাপ। মৌসুমী অক্ষরেখা নিম্নচাপটি জামসেদপুর- দীঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাজ্যের উপকূলেও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বলে জানানো হয়েছে। ফলে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প ঢুকছে এবং মেঘ তৈরি হয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে।

নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে এই বৃষ্টি চলবে। সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আরও পড়ুন-লাগাতার ধর্ষণ ও যৌন হেনস্তায় অভিযুক্ত বিজেপি নেতা চিন্ময়ানন্দ নগ্ন মহিলার ভিডিওতে মগ্ন, চাঞ্চল্যকর ভিডিও ফাঁস সোশ্যাল মিডিয়ায়

এদিকে, বর্ষার শেষভাগে এসেও দেশের বিভিন্নপ্রান্তে বন্যায় বেহাল। মুম্বইতে গোটা গণেশ পুজোয় বৃষ্টিতে ভাসার পর, আজ গণপতির বিসর্জনেও শহরের বিভিন্নপ্রান্তে চলছে বৃষ্টি।  সাধারণত মুম্বইয়ে গণপতির বিসর্জনের পরই বর্ষার শেষ হয়। তবে এবার বর্ষা যেতে মুম্বইয়ে অন্তত আরও এক সপ্তাহ লেগে যাবে। চলতি সেপ্টেম্বরে গত ২৫ বছরে সবচেয়ে বেশি বৃষ্টি হওয়া মুম্বইয়ে। এদিকে, প্রবল বৃষ্টির জেরে গুজরাটের বেশ কিছু অঞ্চলে অবস্থা ভয়াবহ। উত্তরপ্রদেশে সরোজু নদী বিপদ সীমার উপর দিয়ে বইছে। মধ্যপ্রদেশের সিহোরে কারবালা ব্রিজ জলের তলায় চলে গিয়েছে।