উত্তর দিনাজপুরের পর এবার মুর্শিদাবাদ (Murshidabad)। ফের আক্রান্ত পুলিশকর্মী। বুধবার রাতে এক অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে তথ্যপ্রমাণ সংগ্রহ করতে গিয়ে দুষ্কৃতিরা হামলা চালাল পুলিশের ওপর। এই ঘটনায় আহত হয়েছেন এক সাব ইনস্পেক্টর। জানা যাচ্ছে, হাঁসুয়া দিয়ে তাঁর আঙুলে কোপ মারা হয়েছে। ফলে আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এই মুহূর্তে সে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় ইতিমধ্যেই পলাতক আসামী সহ চারজন দুষ্কৃতিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ অফিসারের হাতে হাঁসুয়ার কোপ
জানা যাচ্ছে, বুধবার রাতে পুলিশি হেফাজতে থাকা রানা শেখকে তথ্যপ্রমাণ সংগ্রহ করার জন্য ডোমকলের আলিনগরে নিয়ে যাওয়া হয়। সেই সময় পুলিশের গাড়িতে তোলার পর একদল দুষ্কৃতি তাঁদের ঘিরে ধরে, এবং রানাকে ছেড়ে দেওয়ার দাবি জানানো হয়। তখনই অস্ত্র দিয়ে তাঁদের ওপর হামলা চালানোর চেষ্টা করে কয়েকজন। এই সময় এএসআই রানাপ্রতাপ সেনগুপ্ত আঙুলে হাঁসুয়ার কোপ পরে। আর সেই সুযোগেই মূল অভিযুক্ত পালিয়ে যায়।
গ্রেফতার অভিযুক্ত
এরপর তড়িঘড়ি রানাপ্রতাপকে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী। তল্লাশি অভিযানে অবশেষে গ্রেফতার হয় মূল অভিযুক্ত সহ ৪ জন। তাঁদের বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়।